মাথায় হাত সাধারণ মানুষের! বিদ্যুতের দাম বাড়ছে অসমে, বিদ্যুতের দামবৃদ্ধি করা হল অসমে। এই দামবৃদ্ধি করার কথা ঘোষণা করেছে Assam Power Distribution Company Limited (APDCL)। এর ফলে সাধারণ গ্রাহক এবং যারা Jeevan Dhara প্রকল্পে ভর্তুকিতে বিদ্যুৎ পান তাঁদের সবার ওপরেই বিলের বোঝা চাপছে। অসমের সাধারণ গ্রাহকদের বিদ্যুতের বিল , প্রতি ইউনিটে ৭০ পয়সা করে বৃদ্ধি হচ্ছে। সেখানে যারা জীবনধারা প্রকল্পে ভর্তুকিতে বিদ্যুৎ সংযোগ নিয়েছেন তাঁদের ক্ষেত্রে প্রতি ইউনিটে ৩০ পয়সা করে বৃদ্ধি করার কথাও ঘোষণা করেছে অসম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
DCL-এর তরফে জানানো হয়েছে, ঠিকমত বিদ্যুৎ সরবরাহ এবং গ্রাহকদের উন্নত পরিষেবা দেওয়ার জন্যই এই দামবৃদ্ধি করা হয়েছে। অসমের সরকার দাবি করেছে, দেশের অনেক রাজ্যের তুলনায় সেখানের বিদ্যুতের দাম অপেক্ষাকৃত কম। প্রসঙ্গত, দিনকয়েক আগেই অসমের অনেক বাসিন্দা অভিযোগ করেন , তারা যে বিদ্যুৎ ব্যবহার করছেন তার তুলনায় বেশি দাম নেওয়া হচ্ছে। যদিও বিদ্যুৎ দফতর জানিয়ে দেয় সেখানে বিদ্যুতের বিল তৈরি করা হয় ‘ স্মার্ট মিটার’-এর রিডিং দেখে। তাতে একজন গ্রাহক দৈনিক কত বিদ্যুৎ ব্যবহার করছেন তার হিসাবও পাওয়া যায়। এতে কারচুপি করার সুযোগ নেই বলেও দাবি করেন তারা।
এমনিতেই নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। তার ওপর এই গরমের সময়ে সেখানে বিদ্যুতের দামবৃদ্ধি করায় উদ্বিগ্ন সাধারণ মানুষ। অসমের বিদ্যুৎ দফতর জানিয়েছে, নতুন এই দামে জীবনধারা প্রকল্পে গ্রাহকদের , প্রতি ইউনিট বিদ্যুৎ ব্যবহার করার জন্য দিতে হবে ৪টাকা ৩৫পয়সা। সাধারণ গ্রাহকদের, ১২০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করার ক্ষেত্রে , ইউনিট প্রতি দিতে হবে ৫টাকা ২৫পয়সা করে। যারা বাড়িতে ১২১ থেকে ২৪০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করবেন তাঁদের ক্ষেত্রে ইউনিট প্রতি এই হার হচ্ছে ৭টাকা ৩০পয়সা।
আরও পড়ুন – করমণ্ডল রেল দুর্ঘটনার জন্য সম্পূর্ণ রেল মন্ত্রক এবং কেন্দ্রীয় সরকারকে দায়ী করেন…
একইসঙ্গে জানানো হয়েছে, যারা বাড়িতে ৫ থেকে ৩০ কিলোওয়াট বিদ্যুৎ ব্যবহার করেন তাঁদের ক্ষেত্রে ইউনিটে দিতে হবে ৮টাকা ১৫পয়সা। এই হারে বিদ্যুৎ ব্যবহার করার জন্য বাণিজ্যিক প্রতিষ্ঠানকে প্রতি ইউনিটের জন্য দিতে হবে ৮টাকা ৬০পয়সা। তবে এই প্রথম তারা বিদ্যুতের দামবৃদ্ধি করেনি। চলতি বছরের জানুয়ারি মাসেই Electricity Regulatory Commission-র সিদ্ধান্ত অনুসারে সেখানে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১ টাকা করে বৃদ্ধির প্রস্তাব দিয়েছিল।তার আগেই প্রতি ইউনিটে সেখানে ৩০পয়সা করে দাম বাড়ানো হয়।