এবার মহাকাশ থেকে ভোট পড়ল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে

এবার মহাকাশ থেকে ভোট পড়ল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক, ২৪ অক্টোবর, ২০২০:  গত ১৪ অক্টোবর কেট রুবিনস তাঁর দ্বিতীয় মহাকাশযাত্রায় পারি দিয়েছেন। আগামী সাড়ে ৬ মাস তিনি সেখানেই থাকবেন। এবং অন্যদের মতোই মহাকাশচারীরাও ফেডারেল পোস্টকার্ড অ্যাপ্লিকেশনে দিতে পারেন।

যেমন দেশের বাইরে কর্মরত সেনাবাহিনীর জওয়ানরাও ভোট দিতে পারেন এই অ্যাপ্লিকেশনে। তাই উৎক্ষেপনের আগে এই র্ফ্ম পূরণ করার পর মহাকাশ থেকেই কেট ভোটদানে তাঁর সম্মতি জানিয়েছেন।মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট পড়ল মহাকাশ থেকেও। ৩ নভেম্বর ভোট। তার আগে নাসার মহাকাশ গবেষণাকেন্দ্রের দেশ এবং দেশের বাইরের সব কর্মীদের জন্য ব্যালট তৈরি। মহাকাশচারী কেট রুবিনস এখন রয়েছেন মহাকাশে। ভোটের দিনও তিনি থাকবেন মহাকাশেই।


উল্লেখ্য, ত্রু-১ মহাকাশযানে তিনি রয়েছেন ভূপৃষ্ঠ থেকে ২০০ মাইলের বেশি উপরে। তিনি সেখান থেকেই সেলফি তুলে পাঠিয়েছেন। একটি টুইটে জানিয়েছেন, তিনি বৃহস্পতিবার ভোট দিয়েছেন মহাকাশ থেকেই।

আরও পড়ুন…গুজরাটে ৩টি প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী

প্রসঙ্গত, ১৯৯৭ সাল থেকে মহাকাশ থেকে ভোটদান সম্ভব হয়েছে। এর আগে কক্ষপথ থেকে ভোট দিয়েছেন অনেকে,এবার সেই তালিকায় নাম যোগ হল কেট রুবিনসের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top