সবলা মেলায় দর্শক, ক্রেতাদের টানছে বিশেষ ভাবে সক্ষমদের স্টল। ‘বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো’, এমনই লক্ষ্য নিয়ে বিশেষ ভাবে সক্ষমদের জায়গা দিতে চেয়েছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। তারই অঙ্গ হিসেবে, উত্তর দিনাজপুর জেলা সবলা মেলায় তৈরি হয়েছে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর স্টলের পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তের বিশেষ ভাবে সক্ষমদের হাতের কাজের স্টল।
আর এতেই নতুনভাবে নতুন কিছু করার তাগিদ খুঁজে পেয়েছেন প্রতিবন্ধী ভাই বোনেরা, এমনটাই জানালেন বিশেষ ভাবে সক্ষমেরা। জেলা প্রশাসনের মতে, শারীরিক প্রতিবন্ধকতা আসলে মনের ভেতরে তৈরি হয়।সেটাকে পেরিয়ে আসতে হবে। তাই বিশ্ব বাংলা প্রতিবন্ধী সমিতি নামের একটি সংগঠনকে দায়িত্ব দেওয়া হয়েছে রায়গঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া জেলা সবলা মেলায় নিজেদের হাতের তৈরি করা জিনিস পত্র নিয়ে স্টল দিতে।
এদিন মেলা চত্বরে গিয়ে দেখা গেল, পরিবেশকে সুস্থ রাখতে ফেলা দেওয়া জিনিস দিয়ে নানা রকমারি জিনিস তৈরি করা হয়েছে।এছাড়া হাতের তৈরি নানা রকম মুদিখানা ও খাবারের জিনিস এদিন স্টলে দেখা যায়।আর পাঁচটা সাধারণ মানুষের মত শরীরের সব অঙ্গ সমান ভাবে কাজ না করলেও মনের জোর এবং সাহস দিয়ে আর পাঁচটা সাধারণ মানুষের মতই কাজ করে চলেছেন এই বিশেষ চাহিদা সম্পন্নরা।
আরও পড়ুন – বিজেপির গঙ্গা আরতিকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল বাবুঘাট
কেউ চোখে দেখতে পাননা, আবার কেউ ঠিক মত হাঁটতে পারেন না। আবার কারও সারা শরীরে প্রতিবন্ধকতার ছাপ, তবুও সমান তালে লড়াই করে চলেছেন তাঁরা।এই জেলায় তো বটেই পশ্চিমবঙ্গে এই প্রথম সবলা মেলায় এই বিশেষ চাহিদা সম্পন্নদের স্টল বসানো হয়েছে বলে ঐ সংগঠনের তরফ থেকে দাবি করা হয়েছে। এই উদ্যোগ নিয়ে বিশেষ চাহিদা সম্পন্ন সৌমিত্র রজক জানান, আমাদেরকেও স্টল করতে দেওয়ায় আমরা ভীষণ খুশি। সংগঠনের উদ্যোক্তা গৌর সরকার জানান, প্রতিবন্ধীদের নিয়ে কাজ হলেও মনের জোর ও সাহস নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে, আজ তাঁরা এই জায়গায় এসে পৌঁছেছেন এবং রাজ্য সরকারের এই মেলার আয়োজনকে ধন্যবাদ জানিয়েছেন।
অন্যদিকে প্রতিবন্ধীদের এই স্টল নিয়ে রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি জানান, সরকার দীর্ঘদিন ধরে এধরনের মেলার আয়োজন করে আসছে।মূলত স্বনির্ভর মানুষরা যাতে উপর্জন করতে পারেন সেই লক্ষ্যে এই মেলা সেখানে দাঁড়িয়ে প্রতিবন্ধী ভাই-বোনেরা যদি এই মেলায় অংশগ্রহণ করছে সেটা ভালো দিক।আগামী দিনে সরকারের পক্ষ থেকে তাদের প্রচেষ্টাকে আরও বেশি করে তুলে ধরা হবে বলে জানান তিনি।