ময়নাগুড়িতে জমজমাট ক্রিকেট টুর্নামেন্টে

ময়নাগুড়িতে জমজমাট ক্রিকেট টুর্নামেন্টে । শনিবার ,ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছিলেন ভোট পার্টি ক্রিকেট টিম এবং রানিহাট ইলেভেন। এ দুটি দলের মধ্যে প্রথমে ব্যাট করে রানিহাট এলিভেন ।জানা গিয়েছে,তারা ১৬ ওভারে রান করেছিল ২১৪ রান এবং ভোট পার্টি ২১৫ রান করে চ্যাম্পিয়ন হয় ।

 

খেলা শেষে ভোট পার্টি ক্রিকেট টিমের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও দশ হাজার টাকার চেক, তুলে দেন বিশিষ্ট সমাজসেবী রামমোহন রায় এবং রানিহাট এলিভেন ক্রিকেট টিমকে জল্পেশ স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার অ্যাকাডেমি এবং জল্পেশ নন্দীপাড়া দুর্গা পূজা কমিটির সভাপতি রজনীকান্ত রায় রানার্স ট্রফি ও ৬ হাজার টাকার চেক তুলে দেয়।

 

কমিটির পক্ষ থেকে দর্শকের জন্য পুরস্কার এর আয়োজন করেছেন যারা খেলার মাঠের বাইরে থেকে ক্যাচ ধরতে পারবেন। তাদের হাতে পুরস্কার তুলে দেন। দর্শকের জন্য রয়েছে লটারি, প্রথম পুরস্কার দুই হাজার টাকা দ্বিতীয় পুরস্কার এক হাজার সান্তনা পুরস্কার ৫০০ টাকা। পাঁচজনকে, কমিটির পক্ষ থেকে তারা জানায় আমরা এই খেলার দীর্ঘদিন থেকেই করে আসছি। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের জল্পেশ স্কুল এর মাঠেই এই খেলার শুভ সূচনা হয় এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো।

আরও পড়ুন – কোচবিহার বইমেলায় উপচে পড়া ভিড়

খেলা দেখার জন্য খেলা প্রেমীদের ভিড় চোখে পড়ার মতো ছিল। যেখানে ক্রিকেট খেলা প্রায় বিলুপ্তির পথে সেখানে ক্রিকেট খেলা তুলে ধরছে জল্পেশ স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার একাডেমি। এদিনের এই ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রামমোহন রায় , জল্পেশ নন্দীপাড়া দূর্গা পূজা কমিটির সভাপতি রজনীকান্ত রায়, আরো অনেকেই।

 

বিশিষ্ট সমাজসেবী রামমোহন রায় বলেন, যেখানে ইয়ং জেনারেশন মোবাইল নিয়েই ব্যস্ত অনেক ধরনের গেম খেলছে এর ফলে অনেক ছেলে মেয়ে নষ্ট হচ্ছে, কিছু কিছু পরিবারের অর্থ নেই মোবাইল কিনে দেওয়ার সেই সব ছেলেমে রে তার মা-বাবাকে মোবাইলে কিনে দেওয়ার দাবি করেন, এর ফলে অনেক পরিবার সর্বস্বান্ত হয়ে পড়েছে। যেখানে রাজ্য সরকার খেলাধুলার উপরে কিছু কিছু ছেলে মেয়েদের চাকরিও দিয়েছেন, এখন যে সমস্ত আয়োজনকারী খেলা আয়োজন করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ক্রিকেট টুর্নামেন্টে