নিউজ ডেস্ক ২৮ নভেম্বর ২০২০:চাকচিক্য জাঁকজমক কোনটাই বিশেষ পছন্দ করেননা অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। বৃহস্পতিবার বিয়ের অনুষ্ঠানটি হয়েছিল অনির্বাণ ভট্টাচার্য ও মধুরিমা গোস্বামী ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে।
রিসেপশনের আসর ও বসেছিল সেখানেই। এদিন রিসেপশনে অনির্বাণ সাদা পাঞ্জাবি, নীল উত্তরীয় এবং ধূসর রঙের শাড়িতে সকলের নজর কেড়েছেন মধুরিমা। করোনা আবহে সতর্কতা মেনে বিয়ে হওয়ায় খুব সাধারণ ভাবেই বিয়ে এবং রিসেপশন সেরেছেন তাঁরা। সদ্যবিবাহিত দম্পতিকে চমক দেওয়ার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন “সংঘারাম” নাট্যদলের সদস্যরা । রিহার্সাল চলেছে দম্পতির অগোচরেই। নাচ, গান ও অভিনয় মিলিয়ে সুন্দর পারফরম্যান্সের পরিবেশন দেখে খুবই খুশি অনির্বাণ ও মধুরিমা।
আরও পড়ুন…তবে কি পুরোনো সম্পর্কে ফিরছেন দীপিকা রণবীর!
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্য জগতের ঘনিষ্ট ও আত্মীয় বন্ধু বান্ধবসহ বেশ কিছু বিশিষ্ট জন।