অভিষেকের ত্রিপুরা সফরে বিজেপি কর্মীদের হামলা, ভাঙলো অভিষেকের গাড়ির কাঁচ

অভিষেকের ত্রিপুরা সফরে বিজেপি কর্মীদের হামলা, ভাঙলো অভিষেকের গাড়ির কাঁচ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
abhishek banerjee

আজ সকালেই ত্রিপুরা পৌঁছান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরেশ্বরী মন্দিরে যাওয়ার পথে তার গাড়ি আটকান বিজেপি কর্মী সমর্থকরা। ওঠে গো ব্যাক স্লোগান। এরপরেই হঠাৎ অভিষেকের গাড়ির ওপর চরাও হন বিজেপি কর্মী সমর্থকরা।

টুইটারে অভিষেক একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তার চারপাশে সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছেন একাধিক বিজেপি কর্মী সমর্থকরা। তাঁদের প্রত্যেকের হাতেই রয়েছে বিজেপির পতাকা। দেখা যায় বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক উত্তেজিত হয়ে বাঁশ ও লাঠি নিয়ে তাঁর গাড়ির ওপর হামলা চালান।

অভিষেকের পাশাপাশি তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য এর ওপরেও হামলা চালান হয় বলে অভিযোগ। গোটা ঘটনায় ত্রিপুরেশ্বরী মন্দির চত্বর উত্তপ্ত হয়ে ওঠে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন “ত্রিপুরার মানুষ বিচার করবেন”। পুলিশের পক্ষ থেকেও অসহযোগিতার অভিযোগ তোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top