ভোটার তালিকায় নাম সংশোধনের কাজ চলাকালীন বিজেপিকর্মীদের উপর হামলা

ভোটার তালিকায় নাম সংশোধনের কাজ চলাকালীন বিজেপিকর্মীদের উপর হামলা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ২৮ নভেম্বর ২০২০ হাওড়া: ভোটার তালিকায় নাম সংশোধনের কাজ চলাকালীন বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ ওঠে। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে।


শুক্রবার রাতে হাওড়ার ডোমজুড় থানার অন্তর্গত বাঁকড়া পশ্চিমপাড়া এলাকার ভোটার তালিকা সংশোধনের কাজ করছিলেন বিজেপির কর্মী-সমর্থকেরা ।বিজেপির অভিযোগ, ঠিক সেই সময় বাঁশ, রড দিয়ে অতর্কিতে হামলা চালানো হয় তাদের ওপরে । ঘটনায় বাঁকড়ার বিজেপির মন্ডল সভাপতি ও দলীয় কর্মীরা আক্রান্ত হন। এমনকি মন্ডল সভাপতি শেখ নিজামুদ্দিনকে বিল্ডিংয়ের ছাদের সিঁড়ি দিয়ে ধাক্কা মারতে মারতে নিচে ফেলা হয় । তাঁকে গুরুতর জখম অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে । বিজেপি হাওড়া সদর জেলা সভাপতি সুরজিৎ সাহার বক্তব্য রাজ্যে গণতন্ত্র ধ্বংস হয়ে গিয়েছে, তৃণমূলের শীর্ষস্থানীয় নেতারা যেভাবে একের পর এক তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছে তাতে তৃণমূলের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে, তাই তারা এভাবে কোনরকম আলোচনা ছাড়া বিজেপি কর্মী সমর্থকদের ওপর হামলা চালাচ্ছেন ।

আরও পড়ুন…সুকনায় মহানন্দা অভয়ারণ্যে চালু হল নয়া জঙ্গল সাফারি

দলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে রাজনৈতিক ও আইনত ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সেই পদক্ষেপ নেবে ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top