Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 129
ফাঁস হলো বাবর আজমের চ্যাট

ফাঁস হলো বাবর আজমের চ্যাট

ফাঁস হলো বাবর আজমের চ্যাট

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
ফাঁস হলো বাবর আজমের চ্যাট

এবারে বিশ্বকাপে মোটেই ভাল যাচ্ছে না বাবর আজমের। একের পর এক হারে ধীরে ধীরে যেন মুখ থুবড়ে পরছে বাবরের পাকিস্তান দল। পাকিস্তান ক্রিকেটে গৃহযুদ্ধের খবর প্রকাশ্যে আসছে বারবার। শোনা গিয়েছিল, পিসিবি প্রধান জাকা আশরফ নাকি পাক অধিনায়ক বাবর আজমের মেসেজের উত্তর দিচ্ছেন না। এ বার এই অভিযোগের পাল্টা দিলেন পিসিবি প্রধান। প্রকাশ্যে বাবরের সঙ্গে চ্যাট ফাঁস করলেন তিনি।

 

দিন গোনা শুরু হয়ে গিয়েছে, অধিনায়ক হিসেবে বাবর আজমের মেয়াদ প্রায় শেষের দিকে। বাবরের বিকল্প হিসেবে নতুন নামও ভাবা হয়ে গিয়েছে পাক বোর্ডের। পোস্ট মর্টেম হচ্ছে বাবর, শাহিনদের পারফরম্যান্সের। এই পরিস্থিতিতে প্রাক্তন পাক ক্রিকেটার রশিদ লতিফ দাবি করেন, পিসিবি প্রধান জাকা আশরফকে মেসেজ করে উত্তর পাচ্ছেন না বাবর। এ বার এই প্রসঙ্গে মুখ খুলেছেন আশরফ। একটি পাক সংবাদমাধ্যমের সামনে বাবরের সঙ্গে সলমন নাসিরের চ্যাট ফাঁস করেন পিসিবি প্রধান। এরপর বলেন, “বাবর আমায় কখনও ফোন করেনি। উল্টে পিসিবিয়ের চিফ অপরেটিং অফিসার ও ডিরেক্টর অফ ইন্টারন্যাশানাল ক্রিকেট তাঁর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে।”

আরও পড়ুনঃ এক ঘন্টায় সিজিও থেকে বেড়িয়ে যান দেবপ্রিয়, জানান, ‘শুধু বালু জানে আর ইডি জানে’

আশরফ, বাবর আজম ও সলমন নাসিরের মধ্যে একটি হোয়াটসঅ্য়াপ চ্যাটকে প্রমাণ হিসেবে ব্যবহার করেন। যাতে দেখা যাচ্ছে সলমন বাবরকে প্রশ্ন করছেন, “বাবর সংবাদমাধ্যমে একটা খবর ঘোরাফেরা করছে যে তুমি নাকি জাকা আশরফকে ফোন করে কোনও উত্তর পাচ্ছো না?” এর উত্তরে বাবর লেখেন, “না। আমি ওনাকে কখনও ফোন করিনি। ” তবে কীসের ভিত্তিতে লতিফ এই অভিযোগ আনলেন? উঠছে প্রশ্ন। তবে অনেকেই চ্যাট ফাঁস করে দেওয়ার জন্য জাকা আশরফের নিন্দে করছেন। এ ভাবে দু’জন মানুষের মেসেজ ফাঁস করার জন্য আশরফের বিরুদ্ধে গোপনীয়তা লঙ্ঘনের মারাত্মক অভিযোগ উঠতে পারে বলে দাবি অনেকের ।

 

আশরফ, বাবর আজম ও সলমন নাসিরের মধ্যে একটি হোয়াটসঅ্য়াপ চ্যাটকে প্রমাণ হিসেবে ব্যবহার করেন। যাতে দেখা যাচ্ছে সলমন বাবরকে প্রশ্ন করছেন, “বাবর সংবাদমাধ্যমে একটা খবর ঘোরাফেরা করছে যে তুমি নাকি জাকা আশরফকে ফোন করে কোনও উত্তর পাচ্ছো না?” এর উত্তরে বাবর লেখেন, “না। আমি ওনাকে কখনও ফোন করিনি। ” তবে কীসের ভিত্তিতে লতিফ এই অভিযোগ আনলেন? উঠছে প্রশ্ন। তবে অনেকেই চ্যাট ফাঁস করে দেওয়ার জন্য জাকা আশরফের নিন্দে করছেন। এ ভাবে দু’জন মানুষের মেসেজ ফাঁস করার জন্য আশরফের বিরুদ্ধে গোপনীয়তা লঙ্ঘনের মারাত্মক অভিযোগ উঠতে পারে বলে দাবি অনেকের ।

en.wikipedia.org

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top