দার্জিলিং মেলের এসি টু টায়ার থেকে ব্যাগ মোবাইল-সহ একাধিক নথি চুরি বাম নেতা অশোক ভট্টাচার্যর , ট্রেনে চেপে কলকাতায় আসছিলেন প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির বাম নেতা অশোক ভট্টাচার্য(Ashok Bhattacharya)। কলকাতায় এক দলীয় বৈঠকে যোগ দিতে আসছিলেন তিনি। কিন্তু ট্রেনেও ঝামেলার শেষ নেই। মাঝপথেই ট্রেন থেকে চুরি হয়ে গেল অশোকবাবুর ব্যাগ। শিয়ালদহ স্টেশনে পৌঁছেই তাই বর্ষীয়ান সিপিএম নেতাকে ছুটতে হয়েছে রেল পুলিশের কাছে। শিয়ালদহ জিআরপিতে অভিযোগ জানিয়েছেন তিনি। ভাবুন কাণ্ড! চোরের উপদ্রব থেকে নিস্তার পাচ্ছেন না নেতারাও। বঙ্গ রাজনীতিতে অতি পরিচিত এক মুখ অশোক ভট্টাচার্য। বাম জমানার দীর্ঘদিনের মন্ত্রী। শিলিগুড়ির মেয়রও ছিলেন। তৃণমূলকে আটকাতে তাঁর ‘শিলিগুড়ি মডেল’ বঙ্গ রাজনীতিতে আজও চর্চিত। বামেরা শাসন ক্ষমতার ধারেকাছে না থাকলেও, অশোকবাবু আজও উত্তরবঙ্গ তথা গোটা বাংলার রাজনীতিতে ভীষণভাবে চর্চিত। এহেন একজন নেতার ব্যাগ ট্রেন থেকে চুরি যাওয়ায় শোরগোল পড়ে গিয়েছে।
দার্জিলিং মেল এদিন কলকাতায় পৌঁছাতেই শিয়ালদহ জিআরপিতে গিয়ে অভিযোগ জানান তিনি।এরপর বন্ধু জীবেশ সরকারকে ফোন করেন অশোকবাবু। ট্রেন থেকে ব্যাগ চুরি যাওয়ার গোটা ঘটনাটি জানান তাঁকে। জীবেশ সরকার জানাচ্ছেন, অশোকবাবু অন্য একজনের ফোন থেকে তাঁকে ফোন করে বিষয়টি জানিয়েছেন। যখন চুরি গিয়েছিল ব্যাগটি, তখন ঘুমোচ্ছিলেন অশোকবাবু।
আরও পড়ুন – সতীশের রহস্যমৃত্যু ! এবার অভিনেতার স্ত্রীকে চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
জানা গিয়েছে, দলীয় এক বৈঠকে যোগ দিতে কলকাতায় আসছিলেন অশোক ভট্টাচার্য। শুক্রবার রাতে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ট্রেনে চেপেছিলেন। দার্জিলিং মেল। এসি টু টায়ার। কিন্তু মাঝপথেই ঘটে যায় এই বিপত্তি। রাতের ট্রেন। স্বাভাবিকভাবেই ঘুমিয়ে পড়েছিলেন তিনি। ট্রেন যখন বর্ধমান স্টেশন পার করল, তখনও সব ঠিকঠাকই ছিল। এরপরই কোনও এক জায়গায় চুরি হয়ে যায় প্রাক্তন মন্ত্রীর ব্যাগ। আর সেই ব্যাগেই সবকিছু ছিল অশোকবাবুর। জানা যাচ্ছে, আধার কার্ড, মোবাইল থেকে শুরু করে জামাকাপড় সবই ছিল সেই ব্যাগেই। শনিবার সকালে যখন ঘুম ভাঙে অশোকবাবুর, তখন দেখেন ব্যাগ আর নেই। বুঝতে পারেন, ব্যাগ চুরি গিয়েছে। কী আর করবেন! অগত্যা ছুটতে হল জিআরপির কাছে।