নিজস্ব সংবাদদাতা ২৭ নভেম্বর ২০২০ মুর্শিদাবাদ: শহরের সার্বিক দুরবস্থার প্রতিবাদে বহরমপুর বাসস্ট্যান্ডে প্রতিবাদ সভা করলো বহরমপুর টাউন কংগ্রেস। শুক্রবার সকালে বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় জমায়েত হয়ে আন্দোলনে সামিল ছিলেন বহরমপুর টাউন কংগ্রেস নেতৃত্ব সহ জেলা কংগ্রেসের বলিষ্ঠ নেতা কর্মীরা।
মূলত শহরের বিভিন্ন জনবহুল এলাকায় জল নিকাশি ব্যবস্থার দুরবস্থা, পুকুর ভরাট বন্ধ করা ও রাস্তার বেহাল অবস্থার প্রতি অবিলম্বে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে এই প্রতিবাদ সভার আয়োজন বলে জানান দলীয় নেতৃত্বরা