জিততে পারেন বাইডেন,মসনদ ছাড়তে রাজি নয় ট্রাম্প

জিততে পারেন বাইডেন,মসনদ ছাড়তে রাজি নয় ট্রাম্প

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক ৫ নভেম্বর ২০২০: শুরু হয়ে গেছে আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গননা। চাপ বাড়ছে বাইডেন এবং ডোণাল্ড ট্রাম্পের।

এই মুহূর্তে চাপ বেড়েছে অ্যারিজোনা, ফ্লোরিডা, মিশিগান, উত্তর ক্যারোলিনা, পেন্সিলভেনিয়া, উইসকোসিন স্টেট নিয়ে। এখন জয় শুধু স্রেফ সময়ের অপেক্ষা। হাড্ডাহাড্ডি লড়াইয়ে জমে উঠেছে ভোটের প্রতিটি ধাপ। তবে কিছু রাজ্যে এগিয়ে আছে বাইডেন আবার বেশ কিছু রাজ্যে এগিয়ে আছেন ট্রাম্প। তবে সব কিছু ঠিক থাকলে বাইডেনের ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল, তবে যেকোন মুহূর্তে গুটি পাল্টে দিতেই পারেন ট্রাম্প। লড়াইয়ের পুনর্গননা দাবিও উঠতে পারে। আজ সকালে ফলাফল বলছে বাইডেন এগিয়ে আছে ২৬৪টি আসনে এবং ট্রাম্প এগিয়ে আছে ২১৪টি আসনে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে হাল ছেড়ে দিতে রাজি নয় ট্রাম্প শিবির।

আরও পড়ুন…বাংলায় ফের কমেছে মৃতের সংখ্যা স্বস্তিতে মানুষ

সূত্রের খবর বলছে এমনই অবস্থা যে লড়াইয়ে হেরে গেলে হোয়াইট হাউস না ছেড়ে আইনি লড়াইয়ে নামতে পারেন ট্রাম্প। পুরোপুরি ফল পাওয়া যায়নি এখনও আদেও কি পরিবর্তন হচ্ছে আমেরিকায়! মসনদে কে থাকছে কে যাচ্ছে জানা যাবে পূর্ণ ফল ঘোষণার পর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top