গ্রেফতারির পরই জামিন অর্জুন সিংহের ভাই সঞ্জয়ের, জামিনে মুক্তি পেয়ে সঞ্জয় জানিয়ে দেন, যত বারই গ্রেফতার করা হোক না কেন, কারখানায় শ্রমিক স্বার্থ রক্ষায় তিনি জীবন দিতেও প্রস্তুত। সঞ্জয়কে মালা পরিয়ে তাঁর অনুগামীরা এলাকায় ঘোরেন। জামিনে মুক্তি পেলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ তথা তৃণমূল নেতা অর্জুন সিংহের ভাই সঞ্জয় সিংহ। তাঁকে শুক্রবার গ্রেফতার করেছিল পুলিশ। পরে ব্যারাকপুর আদালত থেকে তিনি জামিনে মুক্তি পান।
ব্যারাকপুর আদালত থেকে জামিন পেয়ে এলাকায় মিছিল করেন অর্জুনের ভাই সঞ্জয়। সঞ্জয়ের দাবি, পুলিশ তাঁকে গ্রেফতার করলেও ব্যাটারি কারাখানায় কর্মরত শ্রমিকদের স্বার্থে আন্দোলন জারি থাকবে। সঞ্জয় জামিন পাওয়ার পর তাঁর অনুগামীরা তাঁকে গলায় ফুলের মালা পরিয়ে স্বাগত জানান। এলাকায় মিছিলও করা হয়। সঞ্জয়ের গ্রেফতারির প্রতিবাদে পথ অবরোধও করা হয়েছিল।
আরও পড়ুন – নিরাপত্তা আরও জোরদার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতার বাড়িতে,৫৬ লক্ষ টাকা খরচ করে জরদারি…
শুক্রবার সঞ্জয়কে গ্রেফতার করে জগদ্দল থানার পুলিশ। একটি ব্যাটারি কারখানায় শাসকদলের সংগঠনের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বে বৃহস্পতিবার থেকেই দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। তাতে নাম জড়ায় অর্জুনের ভাইয়ের। যদিও সঞ্জয়ের অভিযোগ, তিনি সংশ্লিষ্ট ব্যাটারি কারখানার শ্রমিকদের স্বার্থে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলন করছিলেন। তাতেই বাধা দেন সোমনাথ শ্যাম গোষ্ঠী। পুলিশের কাছে তাঁরা মিথ্যা অভিযোগ করে তাঁকে গ্রেফতার করিয়েছেন।
শুক্রবার অর্জুনের ভাইকে গ্রেফতার করে জগদ্দল থানার পুলিশ। একটি ব্যাটারি কারখানায় শাসকদলের সংগঠনের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বে বৃহস্পতিবার থেকেই উত্তেজনা ছড়ায়। দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। তাতে নাম জড়ায় অর্জুনের ভাইয়ের। তবে সঞ্জয়ের অভিযোগ, তিনি সংশ্লিষ্ট ব্যাটারি কারখানার শ্রমিকদের স্বার্থে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়েছিলেন। আর তাতে বাধা দেয় সোমনাথ শ্যাম গোষ্ঠীর লোকজন। পুলিশের কাছে তাঁরা মিথ্যা অভিযোগ করে তাঁকে গ্রেফতার করিয়েছেন। সোমনাথের ভাই ওই ব্যাটারি কারখানায় ঠিকাদারি চালান বলে দাবি করেছেন তিনি। উল্লেখ্য, সোমনাথ এবং অর্জুনের সম্পর্কের যে ভাল নয়, তার উদাহরণ একাধিক বার প্রকাশ্যে এসেছে।
(সব খবর, ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন facebook পেজ এবং youtube )