Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
Huge marine animals were caught in the Bakkhali ariea

বকখালিতে ( Bakkhali ) ধরা পড়লো বিশাল আকৃতির সামুদ্রিক প্রাণী

বকখালিতে ( Bakkhali ) ধরা পড়লো বিশাল আকৃতির সামুদ্রিক প্রাণী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Bakkhali

 

বকখালিতে ( Bakkhali ) ধরা পড়লো বিশাল আকৃতির সামুদ্রিক প্রাণী। আর এই সামুদ্রিক প্রাণী  উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বকখালির হরিপুরে।  এদিন  তিমি জাতীয় সামুদ্রিক প্রাণীটিকে দেখতে কালিস্তান নদীর চড়ে ভিড় জমান পর্যটকরা।

 

জানা গিয়েছে, সোমবার সকালে দক্ষিণ ২৪ পরগনার বকখালির ( Bakkhali ) হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় কাজ করছিলেন বনদপ্তরের বেশ কয়েকজন কর্মী। তাঁরাই প্রথম দেখেন যে, নদীর স্রোতে ভেসে এসেছে বিশাল আকৃতির মৃত একটি প্রাণী। বিষয়টি জানাজানি হতেই এলাকার মানুষ ভিড় করেন নদীর চরে।

 

আর ও  পড়ুন     ব্যক্তিগত ( Private ) জীবনের সবকিছু ফাঁস করে দেওয়ায় ফুঁসে উঠলেন পরীমনি

 

মোবাইলে প্রাণীটির ছবি তোলার জন্য রীতিমতো ( Bakkhali ) প্রতিযোগিতা শুরু হয়ে যায় স্থানীয় ও পর্যটকদের মধ্যে। বনদপ্তরের তরফে মৃত প্রাণীটিকে উদ্ধার করা হয়েছে। জানা গেছে মৃত প্রাণীটি প্রায় ১৮ ফুট লম্বা। ওজন এক কুইন্টাল। বেশ কয়েকদিন আগেই প্রাণীটির মৃত্যু হয়েছে বলে অনুমান বনকর্মীদের। প্রাণীটি কীভাবে এখানে এল তা খতিয়ে দেখা হচ্ছে।

 

উল্লেখ্য, চলতি বছরের  আগস্টের শুরুতেই বকখালি থেকে উদ্ধার হয়েছিল বিশাল এক তিমির দেহ। যেটি দৈর্ঘে প্রায় ১৭ ফুট, প্রস্থে সাড়ে ৯ ফুট এবং ওজন ছিল দেড় টন। তার পর ফের এবার এই বিধাল আকৃতির সামুদ্রিক প্রাণী উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।

 

উল্লেখ্য, সোমবার সকালে দক্ষিণ ২৪ পরগনার বকখালির ( Bakkhali ) হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় কাজ করছিলেন বনদপ্তরের বেশ কয়েকজন কর্মী। তাঁরাই প্রথম দেখেন যে, নদীর স্রোতে ভেসে এসেছে বিশাল আকৃতির মৃত একটি প্রাণী। বিষয়টি জানাজানি হতেই এলাকার মানুষ ভিড় করেন নদীর চরে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top