নকল চুল পরে বিয়ে করতে এসে ধরা পড়ে গেলেন বর, জুটল বেদম মার! ঘটা করে বিয়ে করতে এসেছিলেন বর। বিয়ে তো হলই না। উপরন্তু মার খেয়ে ফিরতে হল। তার কারণ, সেই বর মিথ্যা কথা বলেছিলেন। তাঁর জীবনের এক বিরাট সত্য লুকিয়ে রেখেছিলেন। বিয়ে করতে এসে ধরা পড়ে যান যে, তিনি নকল চুল পরেছিলেন। ব্যস! তারপর আর দেখে কে! বিষয়টি জানাজানি হতেই কন্যাপক্ষের লোকজন চড়াও হন বরের উপরে। অবস্থা এমনই পর্যায়ে পৌঁছয় যে, বরকে শেষমেশ হাতজোড় করে মেয়ের বাড়ির কাছে কাকুতি মিনতি করতে হয়।
বিয়ের দিনটা যেন বরের জন্য কোনও দিক থেকেই ভাল ছিল না। প্রথমে তো পরচুলা পরে আসার কারণে ধরা পড়ে গেলেন। ঘটনার সেখানেই শেষ নয়। তারপরে আবার জানা গেল, এটি নাকি বরের দ্বিতীয় বিয়ে। মুহূর্তে ব্যাপক হট্টগোল শুরু হয়ে গেল। মেয়ের বাড়ির লোকজন বরকে ধরে বেধড়ক মারধর শুরু করে দিলেন।
https://twitter.com/surabhi_tiwari_/status/1679043383933947905?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1679043383933947905%7Ctwgr%5Ed6ff0e86861e722b04d1511e9ce0e7f3c9aa5b04%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Fviral%2Fbald-groom-beaten-up-for-deceiving-brides-family-with-wig-in-bihar-watch-video-859078.html
টুইটারে এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে, @SatyaSangamLKO নামক একটি হ্যান্ডেল থেকে। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে, পরচুলা নিয়ে বরকে বারংবার প্রশ্ন করছেন কনে। বর তখন হাত দিয়ে তার পরচুলা ঢেকে ক্ষমা চাইতে থাকে। ব্যাপক মারধর আর তীব্র অশান্তির পরেই বরকে পুলিশের হাতে তুলে দেয় কনেপক্ষ।
আরও পড়ুন – বিজেপি নেতাকে পিটিয়ে মারল নীতীশের পুলিশ,পাটনায় BJP-র মিছিল ঘিরে ধুন্ধুমার,রইলো সেই ভিডিও,দেখুন….
ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ব্যাপক ভাইরাল হয়েছে তা। জানা গিয়েছে, ঘটনাটি বিহারের গয়া জেলার। সেখানকার ডোবি থানার বাজাউড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। পাত্র গয়া জেলারই ইকবাল নগরের বাসিন্দা। যে দিন মেয়েকে দেখতে এসেছিলেন, কেউ টের পাননি যে তাঁর মাথায় পরচুলা রয়েছে। কিন্তু যে দিন বিয়ে করতে এলেন, সেই দিনই ঘটল আসল বিপত্তি।
( সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube)