৮লক্ষ টাকা ব্যয়ে ড্রেন সংস্কার করবে বলরামপুর (Balrampur) গ্রাম পঞ্চায়েত

৮লক্ষ টাকা ব্যয়ে ড্রেন সংস্কার করবে বলরামপুর (Balrampur) গ্রাম পঞ্চায়েত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Balrampur
 ৮লক্ষ টাকা ব্যয়ে ড্রেন সংস্কার করবে বলরামপুর (Balrampur) গ্রাম পঞ্চায়েত
ছবি সংগ্রহে সাইন টিভি

 

৮লক্ষ টাকা ব্যয়ে ড্রেন সংস্কারে উদ্যোগী বলরামপুর (Balrampur)  গ্রাম পঞ্চায়েত।বলরামপুর গ্রামপঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে,বড়মপাড়া এলাকায় একটি ড্রেন নির্মান ও ঢাকা দেওয়ার জন্য মোট ২ লক্ষ ৬১ হাজার টাকা বরাদ্দ হয়েছে।

 

কালিতলা এলাকা থানাগোড়া থেকে ইলেকট্রিক অফিস পর্যন্ত পরিষ্কার ও ড্রেন উন্নত করনের জন্য ৩ লক্ষ ৪ হাজার টাকা বরাদ্দ হয়েছে।গোশালা মোড় থেকে কেবি লেন চুটকিডি এলাকার প্রানী হাসপাতাল। বিহারী বাঁধ থেকে পুরানো পোস্ট অফিস এবং চকবাজার থেকে পুরানো হাসপাতাল হয়ে বাসস্ট্যান্ড পর্যন্ত।

 

এরজন্য মোট ১ লক্ষ ২০ হাজার টাকা বরাদ্দ হয়েছে।তাছাড়া রাঙাডি এলাকার ড্রেন সাফাই জন্য ৭৭ হাজার টাকা বরাদ্দ হয়েছে এছাড়া পুরানো হাসপাতাল থেকে বাসস্ট্যান্ড পযন্ত মোট ৪৩ হাজার টাকা বরাদ্দ হয়েছে।মোটা ৮লক্ষ বেশি টাকা খরচ হবে।

 

আর ও পড়ুন    শালবনি থানা এলাকায় দাঁতাল হাতির তাণ্ডব (Elephant torture)

 

জানা গিয়েছে,দীর্ঘ কয়েক বছর ধরে সংস্কার না হওয়া ড্রেন পুরুলিয়ার বলরামপুর শহর বাসীকে সেই সমস্যা থেকে মুক্তি দিতে ড্রেন সংস্কারে উদ্যোগী হলেন বলরামপুর (Balrampur)  গ্রাম পঞ্চায়েত।দীর্ঘ সময় ধরে সংস্কার না হওয়ার কারণে নর্দমার জল রাস্তা দিয়ে গড়িয়ে যেতো।

 

জমা জলের জেরে রাস্তা বেহাল হয়ে পড়তো, কোথাও কোথাও লাক্ষা কুঠি থেকে নির্গত জল জমা হয়ে দূষিত করতো এলাকা। এই সব সমস্যা সমাধানে সারা বলরামপুরের নিকাশী ব্যবস্থা কে সঠিক ভাবে রূপায়ণে এগিয়ে এল বলরামপুর (Balrampur)  গ্রাম পঞ্চায়েত।

 

এবিষয়ে বলরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কল্যাণী সিং সর্দার বলেন, পুজোর আগেই বলরামপুরের সমস্ত ড্রেন সাফাই করা হবে।ইতিমধ্যে কাজ শুরু হয়ে গিয়েছে।জনবহুল এলাকার বেশ কিছু নালা কংক্রিটের স্লেব দিয়ে ঢেকে দেওয়া হবে। এছাড়াও তিনি জানান যারা নর্দমার উপর নোংরা ফেলে বা নির্মান সামগ্রী ফেলে নর্দমা বুজিয়ে ফেলেছে তাদের পঞ্চায়েত বিধি অনুযায়ী নোটিশ করে জানানো হবে।

 

দীর্ঘ দিন পরে সংস্কার হওয়ায় নোংরা জমা জল থেকে নিস্তার পাওয়ার আশায় বলরামপুর বাসী। পাশাপাশি বলরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় পানীয় জলের সমস্যা সমাধানে প্রতি গ্রাম সংসদে টিউবওয়েল নির্মাণ এবং সোলার পাম্প সহ জল ট্যাংক বসানোর উদ্যোগ নিয়েছেন বলরামপুর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ বলেও জানান তিনি।

 

উল্লেখ্য, কালিতলা এলাকা থানাগোড়া থেকে ইলেকট্রিক অফিস পর্যন্ত পরিষ্কার ও ড্রেন উন্নত করনের জন্য ৩ লক্ষ ৪ হাজার টাকা বরাদ্দ হয়েছে।গোশালা মোড় থেকে কেবি লেন চুটকিডি এলাকার প্রানী হাসপাতাল। বিহারী বাঁধ থেকে পুরানো পোস্ট অফিস এবং চকবাজার থেকে পুরানো হাসপাতাল হয়ে বাসস্ট্যান্ড পর্যন্ত।

 

এরজন্য মোট ১ লক্ষ ২০ হাজার টাকা বরাদ্দ হয়েছে।তাছাড়া রাঙাডি এলাকার ড্রেন সাফাই জন্য ৭৭ হাজার টাকা বরাদ্দ হয়েছে এছাড়া পুরানো হাসপাতাল থেকে বাসস্ট্যান্ড পযন্ত মোট ৪৩ হাজার টাকা বরাদ্দ হয়েছে।মোটা ৮লক্ষ বেশি টাকা খরচ হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top