Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
মালদায় BJP সাংসদ সহ ২০ জনের বিরুদ্ধে মামলা পুলিশের,

মালদায় BJP সাংসদ সহ ২০ জনের বিরুদ্ধে মামলা পুলিশের, কী কারণে মামলা দায়ের? কী অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে?

মালদায় BJP সাংসদ সহ ২০ জনের বিরুদ্ধে মামলা পুলিশের, কী কারণে মামলা দায়ের? কী অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মালদায় BJP সাংসদ সহ ২০ জনের বিরুদ্ধে মামলা পুলিশের,কী কারণে মামলা দায়ের?কী অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে? মালদা উত্তরের BJP সাংসদ খগেন মুর্মু, হবিবপুর বিধানসভার BJP বিধায়ক জুয়েল মুর্মু সহ কুড়িজন বিজেপি নেতা-কর্মীর নামে মামলা রুজু করেছে পুলিশ।১৭ ই জুলাই বামনগোলা থানার অন্তর্গত নালাগোলা ফাঁড়ি ভাঙচুর ও রাজ্য সড়ক অবরোধের ঘটনায় দুটি পৃথক মামলার রুজু করেছে পুলিশ।গণ্ডগোল বাঁধানো,কর্তব্যরত সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া,সরকারি কর্মীকে হেনস্তা মারধর,সড়ক অবরোধ সহ একাধিক ধারায় মামলার রুজু করা হয়েছে।

 

 

 

 

 

 

গোটা ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসা দেখছে বিরোধী নেতৃত্ব। পুলিশের অভিযোগে উল্লেখ করা হয়েছে,প্রতিবাদের নামে পুলিশ ফাঁড়ি ভাঙচুর করা হয়েছে।কর্তব্যরত পুলিশ অফিসারদের হেনস্থা করা হয়েছে।পুলিশ অফিসারদের দিকে ঝাঁটা হাতে তেড়ে গিয়েছিলেন বিজেপি মহিলা কর্মীরা।কর্তব্যরত পুলিশ কর্মীদের হেনস্থা,সরকারি কাজে বাধা-সহ একাধিক অভিযোগ আনা হয় তাঁদের বিরুদ্ধে।জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয় ২০ জন বিজেপি নেতার বিরুদ্ধে। যদিও মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলেই দাবি করেছেন বিজেপি নেতৃত্বে।হাবিবপুরের BJP বিধায়ক জুয়েল মুর্মু বলেন, ‘আমরা কোথায় ভাঙচুর করেছি,কোন পুলিশের গায়ে হাত দেওয়া হয়েছে,আগে ওটা প্রমাণ করে দেখাক।’

 

 

 

 

Malda Pakuahat-এর ঘটনায় পিছিয়ে আসতে নারাজ BJP। অন্যদিকে,BJP কর্মী বুরন মুর্মুর দেহ উদ্ধারের ঘটনায় প্রতিবাদ দেখিয়েছে গেরুয়া শিবির।প্রতিবাদের নামে পুলিশের ফাঁড়ি ভাঙচুর এবং কর্মরত পুলিশ অফিসারদের শারীরিক ভাবে হেনস্থা,রাস্তা আটকে বিক্ষোভ সহ একাধিক অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করল বামনগোলা থানার পুলিশ।

 

 

 

 

আরও পড়ুন –  শহরের পাঁচতারায় আজ হাজির আলিয়া ভাট, কলকাতায় এসে সবটা জানালেন আলিয়া?

 

 

 

 

প্রসঙ্গত,গত ১৬ জুলাই বামনগোলা ব্লকের মদনাবতি কয়নাদিঘি গ্রামে এক BJP কর্মীর দেহ উদ্ধার হয়।মৃত বিজেপি কর্মীর নাম বুরন মুর্মু।ওই কর্মীকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে দাবি করা হয়েছে বিজেপির তরফে।উল্লেখ্য,বুরন মুর্মুর ছেলে বিপ্লব মুর্মুর স্ত্রী গত পঞ্চায়েত নির্বাচনে ভোটে অংশ গ্রহণ করেছিলেন। তবে বিপ্লব মুর্মুর স্ত্রী এবারের পঞ্চায়েত নির্বাচনে পরাজিত হন।এই নিয়ে পরিবারের মধ্যে অশান্তি লেগে থাকত।সে কারণে,বিজেপি কর্মী বুরন মুর্মুকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে বলে দাবি বিজেপির।এই ঘটনার প্রতিবাদে ১৭ জুলাই রাস্তায় নেমে প্রতিবাদ করে স্থানীয় বিজেপি নেতৃত্ব।বিজেপি সাংসদ খগেন মুর্মুর নেতৃত্বে প্রতিবাদ দেখানো হয়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top