ছাঙ্গু লেক, নাথুলা পাস যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি। শীত মানেই সিকিম, সামনেই বর্ষবরণ স্বাভাবিকভাবে এই সময় সিকিমে পর্যটকদের উপচে পড়া ভিড় থাকে। নাথুলা পাস ও ছাঙ্গু লেক পর্যটকদের কাছে সবথেকে আকর্ষণীয় জায়গা। দুটি জায়গায় চীন সীমান্তের কাছে অবস্থিত, এ দুটি জায়গাতে যেতে হলে পাস লাগে। গত কয়েকদিন ধরে লাগাতার তুষারপাত হচ্ছে সিকিম জুড়ে, রাস্তাঘাট গুলি সাদা চাদরে আবৃত।
একদিকে যেমন তাপমাত্র লাফিয়ে লাফিয়ে নামছে, অপরদিকে চলছে ঠান্ডার হাওয়া দাপট। এরকম পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে ছাঙ্গু লেক ও নাথুলাতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে সিকিমের পর্যটন দপ্তর ও পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার বিকেল থেকে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অত্যন্ত আবহাওয়া খারাপ হয়ে যাবার কারণে ওই দুটি জায়গায় যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে।
আপাতত যতদিন পর্যন্ত আবহাওয়ার উন্নতি না হচ্ছে এই নিষেধাজ্ঞা জারি থাকবে। স্বাভাবিকভাবে পর্যটকদের মন খারাপ, সিকিম মানেই নাথুলা পাস ও ছাঙ্গু লেক।যারা সিকিমে বেড়াতে যেতে চাইছেন তাদের এই দুটি স্থান বাদ দিয়ে ঘোরার পরিকল্পনা করতে হবে। প্রসঙ্গত অতিরিক্ত ঠান্ডার কারণে ছাঙ্গু লেকের জল বরফ হয়ে পরিণত হয়েছে। আবহাওয়া দপ্তরের সূত্রের খবর এরকম আবহাওয়া আরো কিছুদিন থাকবে।
আরও পড়ুন – কোন অস্থায়ী বনকর্মীকে স্থায়ী করা যাবে না, স্পষ্ট বার্তা জ্যোতিপ্রিয় মল্লিকের
উল্লেখ্য, শীত মানেই সিকিম, সামনেই বর্ষবরণ স্বাভাবিকভাবে এই সময় সিকিমে পর্যটকদের উপচে পড়া ভিড় থাকে। নাথুলা পাস ও ছাঙ্গু লেক পর্যটকদের কাছে সবথেকে আকর্ষণীয় জায়গা। দুটি জায়গায় চীন সীমান্তের কাছে অবস্থিত, এ দুটি জায়গাতে যেতে হলে পাস লাগে। গত কয়েকদিন ধরে লাগাতার তুষারপাত হচ্ছে সিকিম জুড়ে, রাস্তাঘাট গুলি সাদা চাদরে আবৃত। একদিকে যেমন তাপমাত্র লাফিয়ে লাফিয়ে নামছে, অপরদিকে চলছে ঠান্ডার হাওয়া দাপট। এরকম পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে ছাঙ্গু লেক ও নাথুলাতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে সিকিমের পর্যটন দপ্তর ও পুলিশ প্রশাসন।
বৃহস্পতিবার বিকেল থেকে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অত্যন্ত আবহাওয়া খারাপ হয়ে যাবার কারণে ওই দুটি জায়গায় যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি হয়েছে। আপাতত যতদিন পর্যন্ত আবহাওয়ার উন্নতি না হচ্ছে এই নিষেধাজ্ঞা জারি থাকবে। স্বাভাবিকভাবে পর্যটকদের মন খারাপ, সিকিম মানেই নাথুলা পাস ও ছাঙ্গু লেক।যারা সিকিমে বেড়াতে যেতে চাইছেন তাদের এই দুটি স্থান বাদ দিয়ে ঘোরার পরিকল্পনা করতে হবে। প্রসঙ্গত অতিরিক্ত ঠান্ডার কারণে ছাঙ্গু লেকের জল বরফ হয়ে পরিণত হয়েছে। আবহাওয়া দপ্তরের সূত্রের খবর এরকম আবহাওয়া আরো কিছুদিন থাকবে।