বাংলা ( Bangla ) এগিয়ে থাকে, বললেন মমতা

বাংলা ( Bangla ) এগিয়ে থাকে, বললেন মমতা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Bangla
বাংলা ( Bangla )  এগিয়ে থাকে, বললেন মমতা
ছবি সংগ্রহে সাইন টিভি

1. পুলিশ দিবসের শুভেচ্ছা। রাজ‍্য এবং দেশের সব পুলিশকর্মীদের শুভেচ্ছা। বাংলাতেই ( Bangla ) প্রথম পুলিশ দিবস এই ভাবে পালন হয়। বাংলা এগিয়ে থাকে। কেউ কেউ আবার টুইট করে ব‍্যঙ্গ করছেন। ওদের শুভবুদ্ধির উদয় হোক।

2. শিল্পপতিদের এজেন্সি দিয়ে ভয় দেখানো হচ্ছে। ভয় পাবেন না। এর মধ‍্যেও রাস্তা খুঁজে নিয়ে এগিয়ে যেতে হবে। আমরা পাশে আছি। বাংলায় ( Bangla ) স্বাগত জানাচ্ছি।

3. ইস্কনে ৭০০ একর জমি দেওয়া হয়েছে। তীর্থক্ষেত্র হচ্ছে অত‍্যাধুনিক মানের। নবদ্বীপ এবং কোচবিহার হেরিটেজ নগর। বাংলাই ( Bangla ) এ ব‍্যাপারে প্রথম। 38 বাস চালু হল টার্মিনাস চালু হল। দিঘায় স্রোতস্বিনী হয়েছে।

4. সামাজিক সুরক্ষায় আমরা প্রথম। দুয়ারে সরকারে ২ কোটি নাম নথিভুক্ত। দেড় কোটি মহিলা। বিনা পয়সায় স্বাস্থ‍্য, শিক্ষা,খাদ‍্য, স্টুডেন্ট ক্রেডিট কার্ড কেউ দেবে না।

5. এবার আমাদের লক্ষ‍্য শিল্প। এনপাওয়ারমেন্ট গ্রুপ তৈরী হয়েছে। আমি আছি। সিঙ্গেল উইন্ডো ফরমুলা নেওয়া হচ্ছে। প্রতি মাসে বৈঠক।

6. দেওচা পচামির কিজ দ্রুত শেষ হবে। ১০০ বছর।বাংলায় বিদ্যুৎ ঘাটতি থাকবে না। দাম কমে যাবে। প্রথম পর্যায়ের জমি রাজ‍্যের হাতে। দ্বিতীয় পর্যায়ে যে জমি নেওয়া হবে তির ক্ষতিপচরণ পুনর্বাসন সব দেওয়া হবে।

7. তাজপুর বন্দরের কাজ শেষ। কেন্দ্রের জন‍্য আটকে ছিল। ডানকুনি- রঘুনাথপুর ফ্রেড করিডর আমি করে।দিয়েছি। রঘুনাথপুরে জঙ্গলমহল সুন্দরী। ৭২ হাজার কোটি বিনিয়োগ। দেওচাতে ১৫ হাজার কোটি বিনিয়োগ। দুই প্রকল্পে কয়েক লক্ষ কর্ম সংস্থান। আজ ও প্রায় ১৫ হাজার কোটি বিনিয়োগ ড়ল। ৫০ হাজার কর্ম সংস্থান হবে।

আর ও   পড়ুন    রাজবংশের ( Dynasty ) সন্তান হয়েও বলিউডের গ্ল্যামার ওয়ার্ল্ডে পা রেখেছেন যারা

 

8. সরকার ইন্ড্রাস্টিকে প্রোমোট করবে। ন‍্যাশানাল প্রোডাকসান প্রোমোসন পলিসি আনা হচ্ছে। ইথান‍লের গুরুত্ব বাড়ছে। চাল গুঁড়ো হল এর অন্যতম প্রধান কাঁচামাল বাংলা ধান উৎপাদনে দেশের মধ্যে প্রথম। চাল গুঁড়ো এখানে সহজলভ্য আমাদের পরিকল্পনা হলো আমরা কৃষকদের থেকে চালের গুঁড়ো কিনে নেব এতে কৃষকদেরও লাভ হবে। মনে রাখবেন কৃষকদের থেকে চাল কিনে নিই আমরা রাজ্যের 10 কোটি 30 লক্ষ মানুষকে বিনা পয়সায় রেশন দিচ্ছি।

9. এখন তথ্যপ্রযুক্তি শিল্পের লক্ষ্য হচ্ছে বাংলা ডাটা সেন্টার ইন্ডাস্ট্রি বাংলাতে হচ্ছে পলিসি ঘোষণা হয়েছে আমাদের লক্ষ্য হল ডাটা হ্যান্ডলিং এন্ড স্টোরেজ। এটা হয়ে গেলে বাংলাদেশ নেপাল ভুটান এর কাজে লাগবে। এখান থেকে ইন্ডাস্ট্রি রিলেটেড সমস্ত রকম সাহায্য পাওয়া যাবে। ইতিমধ্যেই এই খাতে কুড়ি হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে। প্রচুর কর্মসংস্থান হবে।

10. বাংলায় 13 লক্ষ কোটি টাকা বিনিয়োগ প্রস্তাব এসেছে অনেকটাই রূপায়নের পথে। অন্ডাল বিমানবন্দর আন্তর্জাতিক মানের বিমানবন্দর হিসেবে তৈরী করা হচ্ছে। 150 কোটি টাকা এই খাতে বিনিয়োগ করা হয়েছে। আমাদের লক্ষ্য অন্ডাল বিমানবন্দর থেকে আন্তর্জাতিক বিমান চালু করা। এছাড়া কোচবিহার মালদা এবং বালুরঘাট বিমানবন্দর এর পরই কাঠামোগত সংস্কার দ্রুত শেষ করা হবে। ত্রিশটি হেলিকপ্টার স্টেশন তৈরি হয়ে গিয়েছে।

11. অশোকনগরে খনিজ তেল পাওয়া গিয়েছে। আওসি প্রকল্প শুরু করেছে। রাজ্য সরকার সহযোগিতা করছে। বাংলায় আরো এক জায়গায় খনিজ তেল পাওয়া গিয়েছে পরে এ ব্যাপারে ঘোষণা করা হবে।

12. উৎকর্ষ বাংলায় 6 লক্ষ ছাত্র-ছাত্রীদের স্কিল ট্রেনিং দেয়া হচ্ছে 25 হাজার ছাত্র-ছাত্রী ইতিমধ্যেই কাজ হয়ে গিয়েছে এই প্রকল্প রাষ্ট্রপুঞ্জের দ্বারা স্বীকৃত এবং পুরস্কৃত। এম এস এম ই তে এক কোটি কর্মসংস্থান হয়েছে উত্তর প্রদেশ থেকে চর্ম শিল্প বাংলাতে চলে এসেছে বানতলা প্রচুর কর্মসংস্থান হচ্ছে হাওড়াতে জরির কাজের বহু মানুষ কাজ করছেন। গত 45 বছরের মধ্যে দেশে যেখানে বেকারত্বের হার সর্বোচ্চ সেখানে বাংলায় 40% বেকারত্ব কমেছে।

13. আগামীকাল থেকে সমস্ত ব্যাংক পূর্ণ সময় পর্যন্ত খোলা থাকবে লক্ষীর ভান্ডার বহু মানুষ ব্যাংকে একাউন্ট খুলছেন তাই ব্যাংক যদি পূর্ণ সময় খোলা না থাকে তাহলে অসুবিধা হচ্ছে এই দিকটি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হচ্ছে। মনে রাখবেন আমরা যা বলি সেটাই করে দেখাই কেউ কেউ বলেছিল কালো ধন বিদেশ থেকে দেশে ফিরবেন তাদের প্রশ্ন করছি এই প্রতিশ্রুতি কি হল যেটা বলবো সেটাই করব যেটা পারবো না সেটা বলবো না।

14. ভ্যাকসিন আমাদের হাতে নেই কেন্দ্র শুধুমাত্র ভ্যাকসিন দেওয়ার দায়িত্ত আমাদের দিয়েছে কেন্দ্র যা ভ্যাকসিন পাঠাচ্ছে আমরা সেটাই দিচ্ছি এর মধ্যেও চেষ্টা করছি যাতে প্রত্যেককে ভ্যাকসিন দেওয়া যায় মনে রাখবেন টিকাকরণের আমরা শীর্ষস্থানে রয়েছি। মঙ্গলবার আমরা চার কোটি মানুষকে করোনার টিকা দিতে পেরেছি। আমাদের চাহিদা 14 কোটি সম্ভাব্য তৃতীয় ঢেউয়ের কথা ভেবে এই চাহিদার কথা কেন্দ্র কে জানিয়েছি কেউ বিভ্রান্তি ছড়ায় তাদের কথায় বিশ্বাস করবেন না প্রত্যেকে টিকা পাবেন। শহরাঞ্চলে 75% টিকাকরণ হয়ে গিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top