নিজের উদ্যোগেই ‘বাংলার আবাসে’র বাড়ি বানাবে মমতা-সরকার, খরচ প্রায় ১৪ হাজার কোটি টাকা!

নিজের উদ্যোগেই ‘বাংলার আবাসে’র বাড়ি বানাবে মমতা-সরকার, খরচ প্রায় ১৪ হাজার কোটি টাকা!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজের উদ্যোগেই ‘বাংলার আবাসে’র বাড়ি বানাবে মমতা-সরকার, খরচ প্রায় ১৪ হাজার কোটি টাকা!১০০ দিনের কাজের থেকেও রাজ্য সরকার ২০২৪ র লোকসভা ভোটের আগে আবাস যোজনার বাড়ি করতে মরিয়া।কেন্দ্র টাকা না দিলেও এই বাড়ি করার সিদ্ধান্তে রাজ্য সরকার অনড়।বাংলার আবাস যোজনার টাকা কেন্দ্র যে দেবে না তা প্রায় নিশ্চিত।আর সেটা পঞ্চায়েত ভোটের আগেই এক প্রকার বুঝে গিয়েছিল রাজ্য সরকার।লক্ষ্মীর ভাণ্ডার পঞ্চায়েত ভোটের বৈতরণী পার করে দিয়েছে। আগামী দিনেও দেবে। কিন্তু সামনে লোকসভা ভোট।মানুষের মন জয় করতে তাই এ বার বাংলায় আবাস যোজনার ১১ লক্ষ বাড়ি নিজেরাই করতে চলেছে রাজ্য সরকার।আর সেটা ২১ জুলাইয়ের শহিদ দিবসের মঞ্চ থেকে ঘোষণা করে এক প্রকার নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী। যদিও তার আগে থেকেই প্রশাসনিক মহলে কান পাতলে শোনা যাচ্ছিল কেন্দ্র টাকা না দিলেও এই বাড়ি করার সিদ্ধান্তে রাজ্য সরকার অনড়।

 

 

 

 

 

 

 

চূড়ান্ত অনুমোদনের পরে মূলত ৬০ শতাংশ টাকা কেন্দ্রের এবং ৪০ শতাংশ রাজ্যের টাকা রাজ্যের দেওয়ার কথা।কিন্তু কেন্দ্র দুর্নীতি হয়েছে এই অভিযোগ এনে পুরো টাকাই আটকে রেখেছে। রাজ্য সরকারকে এই টাকা জোগাড় করতে হবে এই আবাসের বাড়ি তৈরি করতে।দেখার বিষয় টাকা কোথা থেকে আসে।শেষ পর্যন্ত কী ঋণ নিয়েই বাড়ি করবে রাজ্য সরকার?প্রশ্ন থাকছেই।

 

 

 

 

 

আরও পড়ুন –  বিধানসভার অধিবেশন শুরু ,রাজ্যপালের অনুমোদনে কাটল জট

 

 

 

 

 

রাজ্য সরকারের টাকায় ২০২৪ র মধ্যেই এই বাড়ি তৈরি হবে।আর তার অর্থও কোথা থেকে আসবে তা একপ্রকার ঠিক হয়ে গিয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।তবে কোথা থেকে আসবে এই টাকা ?প্রশাসনের একাংশের অনুমান,সরকারি একাধিক প্রকল্পের থেকে টাকা কাটছাঁট করেও করা হতে পারে।আবার দরকার পড়লে ঋণ নিয়ে হলেও এই বাড়ি করা হবে।যদিও মুখ্যমন্ত্রী এখনও নিশ্চিত করে টাকার উৎস না বললেও তিনি টাকা জোগাড় হয়ে গিয়েছে বলেই দাবি করেছেন।এ দিকে সরকারের ভাঁড়ার প্রায় শূন্য।ফলে ১১ লক্ষ বাড়ি ২০২৪ র আগে করতে হলে ঋণ নিতে হবে বলেই মনে করছেন অনেকে।এখন দেখার বিষয় রাজ্য সরকার কোন পথে হাঁটো!সূত্র বলছে,এখনও পর্যন্ত ১১ লক্ষ ১ হাজার ৭৫৭ জন উপভোক্তার নাম আবাস প্লাসের বাড়ির জন্য অনুমোদন পেয়েছে।যা করতে খরচ পড়বে আনুমানিক ১৩৫৬৮ কোটি টাকা!

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top