মমতার বাড়ির সামনে অস্ত্র সহ গ্রেফতারি কাণ্ডে বড় মোড়, কালীঘাটে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বাড়ির কাছে নূর নামে এক যুবক ঢুকে যাওয়ার ঘটনায় এবার মণিপুরের (Manipur) এক জিএসটি (GST) অফিসারের বয়ান রেকর্ড করল কালীঘাট থানা (Kalighat Police Station) । কারণ নূর জিএসটি অফিসারদের একটি অভিযানে তথ্য দেওয়াতে ১৮ লক্ষ টাকা কেন্দ্রীয় সরকারের থেকে পেয়েছিল। সেই ঘটনায় এবার তৎকালীন জিএসটি অফিসার, যিনি বর্তমানে মণিপুরে (Manipur), তাঁর বয়ান রেকর্ড করল কালীঘাট থানা (Kalighat Police Station) ।
কালীঘাটের ঘটনায় (Kalighat Police Station) নূরের সহযোগী ধৃত আজ দ্বিতীয় ব্যক্তি বিশ্বজিৎ রানা জাল পুলিশের আইডি কার্ড, বিএসএফ কার্ড ও জাল নথি তৈরী করে দিয়েছিল মূল অভিযুক্ত নূরকে। বিশ্বজিৎ ২৯ জুলাই থেকে পুলিশ হেফাজতে ছিল। প্রিন্টিং ব্যবসা ছিল বিশ্বজিৎ রানার। এই বিশ্বজিৎ জাল নথি বানিয়ে দিয়েছিল নূরকে।
নূর আমিনের (Nur Ameen) বাড়ি পশ্চিম মেদিনীপুরের ডেবরায়। কলকাতার আনন্দপুরে থাকেন। নূর ইন্টেরিয়র নামে তাঁর একটি সংস্থা রয়েছে। এলাকায় তাঁর পরিচিতি মানবাধিকার কর্মী হিসাবে। নূর আমিনের যে গাড়ি, তাতে আবার অশোকস্তম্ভের ছবি। রজনীগন্ধার মালা জড়ানো তাতে। সেই গাড়িটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ (Police) ।
আরও পড়ুন – ঘুষ দিয়ে চাকরি পাওয়ার অভিযোগে ৪ শিক্ষককে গ্রেফতারের নির্দেশ,
আরও পড়ুন – রাজভবন থেকে ফের একপ্রস্থ চিঠি গেল রাজ্যের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে, কৈফিয়ত তলব
প্রসঙ্গত, গত ২১ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির গলি থেকে অস্ত্র-সহ ধরা হয় নূর আমিনকে। প্রথমে তাঁর পরিচয় নিয়ে ধন্দ ছিল। তবে ধীরে ধীরে পুলিশি জিজ্ঞাসাবাদে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, আনন্দপুরের বাসিন্দা তিনি। হিউম্যান রিসোর্স প্রফেসনাল অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত। গাড়ি ও বাইকে লেখা রয়েছে এইচআরপিএ মেম্বার।
( সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )