বাংলাদেশের (Bangladesh) অভিনেত্রী পরীমণির (Porimoni) রিমান্ড শুনানি শুরু

বাংলাদেশের (Bangladesh) অভিনেত্রী পরীমণির (Porimoni) রিমান্ড শুনানি শুরু

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Porimoni
বাংলাদেশের (Bangladesh) অভিনেত্রী পরীমণির (Porimoni)  রিমান্ড শুনানি শুরু
ছবি সংগ্রহে ;সাইন টিভি

আজ বাংলাদেশের (Bangladesh) জনপ্রিয় অভিনেত্রী পরীমণির (Porimoni) জামিন ও রিমান্ড শুনানির জন্য এজলাসে হাজির করা হয়েছে।   ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালতে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় শুনানি শুরু হয়। এ সময় পরীমণির (Porimoni) পাশে পুলিশকে কঠোর নিরাপত্তা দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

 

পরী মণিকে দেখতে বাংলাদেশের (Bangladesh) আদালতের এজলাসে ভিড় জমায় উৎসুক জনতা। এ সময় বিচারক বলেন, ‘যাঁরা পরী মণিকে দেখতে এসেছেন, দেখা শেষ হলে এজলাস ছেড়ে চলে যান।’  এর আগে আজ সকাল সাড়ে ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পরী মণিকে হাজির করা হয়। এর আগে গতকাল পরী মণিকে আবারও পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।  পরীমণির (Porimoni) আইনজীবী মজিবুর রহমান জানিয়েছিলেন, আজ পরী মণির জামিন ও রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

 

এর আগে গত শুক্রবার বেলা ১১টা ৪০ মিনিটে পরী মণিকে সিএমএম আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা।  গত ৪ আগস্ট পরী মণিকে তাঁর বনানীর বাড়ি থেকে আটক করে বাংলাদেশের (Bangladesh)  র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অভিযানে নতুন মাদক এলএসডি, মদ ও আইস উদ্ধার করা হয় বলে দাবি করে র‍্যাব। তাঁর ড্রয়িংরুমের কাবার্ড, শোকেস, ডাইনিংরুম এবং বেডরুমের সাইড টেবিল ও টয়লেট থেকে বিপুল মদের বোতল উদ্ধার করা হয় বলেও দাবি করা হয়।

 

আর ও  পড়ুন      শিশুর প্রান বাঁচাতে টোকিও (Tokyo) অলিম্পিকের (Olympics) রুপো নিলামে তুললেন মারিয়া(Bangladesh)

 

এরপর রাত ৮টা ১০ মিনিটে পরী মণিকে তাঁর বাড়ি থেকে একটি সাদা মাইক্রোবাসে করে র‌্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। রাত ৮টা ৪৫ মিনিটে গাড়িটি কুর্মিটোলায় র‌্যাব সদর দপ্তরে পৌঁছায়। সেখানে রাত ১২টা পর্যন্ত পরী মণিকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরদিন ৫ আগস্ট বিকেল ৫টা ১২ মিনিটে র‌্যাব সদর দপ্তর থেকে পরী মণি, প্রযোজক ও অভিনেতা মো. নজরুল ইসলাম রাজ ও তাঁদের দুই সহযোগীকে নিয়ে কালো একটি মাইক্রোবাসে করে বনানী থানায় রওনা দেয় র‌্যাবের একটি দল।  এরপর র‍্যাব বাদী হয়ে রাজধানীর বনানী থানায় পরী মণি ও তাঁর সহযোগী দীপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে৷

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top