Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
আরও বৃষ্টির পূর্বাভাস দিল বাংলাদেশের আবহাওয়া দফতর

কেমন থাকবে আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়া? জানাল বাংলাদেশ আবহাওয়া দফতর

কেমন থাকবে আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়া? জানাল বাংলাদেশ আবহাওয়া দফতর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

কেমন থাকবে আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়া? জানাল বাংলাদেশ আবহাওয়া দফতর। গত কয়েকদিন ধরে ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে চট্টগ্রাম, সিলেট সহ নানা জায়গায়। এবার সেখানে আরও বৃষ্টির পূর্বাভাস দিল বাংলাদেশের আবহাওয়া দফতর।সোমবার, আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিনদিন সারা দেশেই বৃষ্টি অথবা বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টায় বাংলাদেশের দুটি বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

 

 

 

 

 

টেকনাফে বৃষ্টি হয়েছে ১১৩ মিলিমিটার। চট্টগ্রামে ৬০ মিলিমিটার, কুমিল্লায় ৮৬ মিলিমিটার, কুতুবদিয়াতে ৭৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। পাশাপাশি সোমবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিক্‌লি, বান্দনবান ও সিলেটে। তিন জায়গাতে তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফরিদপুরে।সেখানে এই তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

 

 

 

 

 

আবহাওয়া দফতর জানিয়েছে,সোমবার সকাল ৬টার সময়ে ঢাকার আপেক্ষিক তাপমাত্রা ছিল ৯৩ শতাংশ।এদিন দুপুর ১২টার সময়ে ঢাকার তাপমাত্রা ছিল ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস।ঢাকার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন হলেও সেখানে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।ঢাকা এবং আশেপাশের এলাকায় সামান্য বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে।

 

 

 

 

সোমবার বাংলাদেশ আবহাওয়া অধিফতরের আধিকারিক তারিফুর নেওয়াজ কবির জানান,চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়,রংপুর,ঢাকা,ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে।একই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

 

 

আরও পড়ুন –  পশ্চিমবঙ্গের কোথাও বাসভাড়া বাড়বে না, ফের জানালেন পরিবহণ মন্ত্রী,

 

 

 

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এখনও মৌসুমী বায়ুর অক্ষ ভারতের রাজস্থান,হরিয়ানা,উত্তরপ্রদেশ,বিহার,পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।এছাড়াও মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।এই অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় সারা দেশেই দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।তবে আগামী তিন দিনে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।আবহাওয়া দফতর জানিয়েছে,গত ২৪ ঘণ্টায় সব থেকে বৃষ্টি হয়েছে সিলেটে।সেখানে ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top