মার্চে কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে জানিয়ে দিল আরবিআই, দেখ নিন,

মার্চে কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে জানিয়ে দিল আরবিআই, দেখ নিন,

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মার্চে কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে জানিয়ে দিল আরবিআই, দেখ নিন, ফেব্রুয়ারি মাস শেষ হতে আর মাত্র 3 দিন বাকি। এ মাসটি ব্যাঙ্কিং খাতের জন্য খুবই ব্যস্ত সময়। এই মাসে সাধারণ মানুষকে ব্যাঙ্কিং সংক্রান্ত অনেক কাজ সামলাতে হয়।রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) মার্চ মাসের ব্যাঙ্কের ছুটির তালিকা প্রকাশ করেছে। RBI-এর অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, মার্চ মাসে বিভিন্ন রাজ্যে ১২ দিনের জন্য ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। মার্চে ১২ দিন ব্যাঙ্ক বন্ধ, রইল সম্পূর্ণ ছুটির তালিকা l

 

 

 

২০২৩ ফেব্রুয়ারি মাস শেষ হতে আর মাত্র এক সপ্তাহ বাকি। এর পর শুরু হবে পদযাত্রা। প্রতি বছর মার্চ মাসটি ব্যাঙ্কিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসলে, এটি অর্থ বছরের শেষ মাস। ফেব্রুয়ারি মাসে ১০টি ছুটির পর পরের মাসে অর্থাৎ মার্চ মাসে মোট ১২ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। এর মধ্যে দ্বিতীয় ও চতুর্থ শনি ও রবিবারের ছুটিও রয়েছে।

 

মার্চ ২০২৩-এ ব্যাঙ্কের ছুটির তালিকা: 
•    ০৩ মার্চ ২০২৩: চাপচার কোড
•    ০৫ মার্চ ২০২৩: রবিবার।
•    ০৭ মার্চ ২০২৩: হোলি/ হোলিকা দহন/ ধুলেন্দি/ দোল/                 হোলি/ ইয়াওসাং
•     ০৮ মার্চ ২০২৩: ধুলেতি/ দোল যাত্রা/ হোলি/ ইয়াওসাং
•    ০৯ মার্চ ২০২৩: হোলি
•    ১১ মার্চ ২০২৩: দ্বিতীয় শনিবার
•    ১২ মার্চ ২০২৩: রবিবার
•    ১৯ মার্চ ২০২৩: রবিবার
•    ১৯ মার্চ ২০২৩: রবিবার গুড়ি পাদওয়া / উগাদি / বিহার              দিবস  / সজিবু নংমাপানবা / প্রথম নবরাত্রি / তেলগু নববর্ষ
•    ২৫ মার্চ ২০২৩: চতুর্থ শনিবার
•    ২৬ মার্চ ২০২৩: রবিবার
•    ৩০ মার্চ ২০২৩: রাম নবমী

 

ব্যাঙ্ক বন্ধ থাকলেও গ্রাহকরা অনেক ধরনের কাজ ডিজিটালভাবে পরিচালনা করতে পারেন। ইউপিআই, মোবাইল ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মতো ডিজিটাল পরিষেবাগুলিতে ব্যাঙ্ক ছুটির কোনও প্রভাব পড়বে না৷ এমতাবস্থায়, আপনার কোনও কাজ যদি ডিজিটালভাবে করা যায়, তাহলে তা অনায়াসেই সেরে ফেলতে পারেন।

 

 

আরও পড়ুন – অঝোরে কাঁদতে থাকা কিশোরীকে মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিলেন কলকাতা পুলিশের ইন্সপেক্টর

 

 

আপনার যদি ব্যাঙ্ক সংক্রান্ত কোনও কাজ সারতে হয়, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব সেরে ফেলুন। ব্যাঙ্কের কাজ শেষ করার আগে, মার্চ মাসের ব্যাঙ্কের ছুটির তালিকা একবার দেখে নিন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) ছুটির তালিকা অনুযায়ী, আগামী মাসের ১২টি ছুটির মধ্যে কিছু আঞ্চলিক ছুটিও রয়েছে। তবে এমন কয়েকটা ছুটিও রয়েছে যখন সারা দেশে ব্যাঙ্কের সমস্ত শাখা বন্ধ থাকবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top