Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
ব্যাঙ্ক সপ্তাহে ৫ দিন খোলা,অবশেষে পড়তে চলেছে চূড়ান্ত সিলমোহর।

এবার সপ্তাহে ৫ দিন খোলা ব্যাঙ্ক, চূড়ান্ত সিলমোহরের পথে কেন্দ্র

এবার সপ্তাহে ৫ দিন খোলা ব্যাঙ্ক, চূড়ান্ত সিলমোহরের পথে কেন্দ্র

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

এবার সপ্তাহে ৫ দিন খোলা ব্যাঙ্ক, চূড়ান্ত সিলমোহরের পথে কেন্দ্র,জল্পনা চলছিলই। অবশেষে পড়তে চলেছে চূড়ান্ত সিলমোহর। এবার থেকে আর ৬ দিন নয়, সপ্তাহে ৫দিন খোলা থাকবে ব্যাঙ্ক (Bank)। ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোশিয়েশনের (Indian Bank Association) তরফে ইতিমধ্যেই ব্যাঙ্ক কর্মীদের এই দাবি পাঠানো হয়েছে অর্থমন্ত্রকে। সূত্রের খবর, শীঘ্রই তাতে সবুজ সংকেত দিয়ে দিতে পারে অর্থমন্ত্রক। প্রসঙ্গত, বর্তমানে প্রতি রবিবার ছুটি থাকলেও প্রতিমাসের প্রথম ও তৃতীয় শনিবার খোলা থাকে ব্যাঙ্ক। কিন্তু, করোনা প্রাদুর্ভাবের পর থেকেই লাগাতার সপ্তাহে ৫ দিন ব্য়াঙ্ক খোলা ও দুদিন ছুটির দাবিতে সরব হতে শুরু করেন ব্যাঙ্ক কর্মীরা।

 

 

 

 

 

 

প্রসঙ্গত, ছুটি বাড়লেও ৫ কর্মদিবসে কাজের মেয়াদ বেশ খানিকটা বাড়ানোর প্রস্তাব দিয়েছে আইবিএ। প্রতিদিন ৪০ মিনিট করে বাড়তি সময় ব্যাঙ্ক খোলা থাকবে বলে ওই প্রস্তাবনায় বলা হয়েছে। সহজ কথায়, সপ্তাহে ৫ দিন ব্যাঙ্ক খোলা থাকলেও প্রতিদিন সকাল ৯ টা ৫০ মিনিট থেকে ৫ টা ৩০ মিনিট পর্যন্ত ব্যাঙ্কের কাজ চলবে। আর্থিক লেনদেন হবে সকাল ১০ টা থেকে ৪ টে পর্যন্ত। অন্যান্য গ্রাহক পরিষেবার সময়ও আরও আধঘণ্টা করে বাড়ানো হবে। এদিকে চলতি মাসে ১১ দিন ছুটি থাকছে ব্যাঙ্কে। মে ডে থেকে শুরু করে বুদ্ধ পূর্ণিমা, মহারানা প্রতাপ জয়ন্তী, রবি ঠাকুরের জন্মদিনে বন্ধ থাকছে ব্যাঙ্ক।

 

 

 

 

আরও পড়ুন –  জাতীয় পারমিট নিয়ে রাজ্যে মাল বহন করতে পারবে না কোনও ট্রাক, লরি

 

 

 

জোরদার আওয়াজ তোলে ব্যাঙ্ক কর্মী ইউনিয়নগুলির সংযুক্ত মোর্চা United Forum of Bank Unions (UFBU)। সম্প্রতি এই দাবিতে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোশিয়েশন বা আইবিএ-র সঙ্গে কয়েক দফা বৈঠকও করে United Forum of Bank Unions। সেখানেই ঠিক হয়েছিল সপ্তাহে দুদিন পাকাপাকি ছুটির দাবি পাঠানো হবে কেন্দ্রীয় সরকারের কাছে।

 

(সব খবর , ঠিক খবর ,প্রত্যেক মুহূর্তে ফলো করুন  Fcaebook পেজ এবং Youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top