বেশ কয়েক দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক,জরুরি কাজ সেরে নিন সোমবারের মধ্যে

বেশ কয়েক দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক,জরুরি কাজ সেরে নিন সোমবারের মধ্যে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বেশ কয়েক দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক,জরুরি কাজ সেরে নিন সোমবারের মধ্যে,ব্যাঙ্ক জরুরি পরিষেবাগুলির মধ্যে অন্যতম। কিন্তু এ মাসে বিভিন্ন ছুটিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে প্রায় ১২ দিন। এর মধ্যে হোলির জন্য বন্ধ থাকবে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্ক। দেশের বিভিন্ন প্রান্তেই থাকবে এই ছুটি। হোলির জন্য কোথাও ৭ মার্চ, কোথাও ৭, ৮ মার্চ বন্ধ ব্যাঙ্ক। তাই ব্যাঙ্কের কোনও কাজ থাকলে সোমবারের মধ্যেই তা সেরে নিন।

 

 

 

মার্চ মাসে মোট ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। রবিবার, দ্বিতীয় ও চতুর্থ শনিবার ছাড়াও বেশ কয়েক দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। তবে ব্যাঙ্কে গিয়ে কাজ না করা গেলেও টাকা অনলাইনে টাকা লেনদেনে কোনও অসুবিধা হবে না। মোবাইল ব্যাঙ্কিং, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে চালানো যাবে লেনদেন। ইউপিআই-এর মাধ্যমেও ব্যাঙ্কিং পরিষেবা বজায় থাকবে। এ ছাড়া ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন চালু থাকবে। এটিএম থেকে পাওয়া যাবে নগদ টাকা।

 

 

আরও পড়ুন – মেট্রোর সময়সূচিতে বড়সড় পরিবর্তন,ট্রেনের সময়সূচি জেনে নিন

 

হোলির জন্য ৭ মার্চ দেশের সব প্রান্তে বন্ধ থাকবে ব্যাঙ্কগুলি। ৭ মার্চ বেলাপুর, দেরাদুন, তেলঙ্গানা, রাঁচী, জম্মুস কলকাতা, গুয়াহাটি, হায়দরাবাদ, জয়পুর, মুম্বই, নাগপুর, পানাজিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ৮ মার্চও ব্যাঙ্ক বন্ধ থাকবে আইজল, গুয়াহাটি, ইম্ফল, পাটনা, রায়পুর, আইজল, ভোপাল লখনউ, দিল্লি, ভুবনেশ্বর, রাঁচী, শিলং, শ্রীনগর সিমলায়। ৯ মার্চ বিহারে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

(সব খবর, ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন  Facebook পেজ এবং Youtube)

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top