বাঁকুড়ায় রোড শো শেষের আগেই ফিরে গেলেন অভিষেক, জেলায় জেলায় পঞ্চায়েত ভোটের প্রচার করছেন অভিষেক বন্দ্য়োপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূলে নবজোয়ারে যেভাবে তাঁর রোড শোয়ের পথে উপচে পড়া ভিড় দেখা গিয়েছে, ভোটের প্রচারে সমান সাড়াই পাচ্ছেন। নিজের সোশ্যাল হ্যান্ডেলে এ নিয়ে পোস্টও করেছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড। সোমবার বাঁকুড়ার রাইপুরে ছিল রোড শো। অভিষেক ফেসবুকে লেখেন, ‘আজ বাঁকুড়ার রাইপুরে আয়োজিত রোড শো’তে ভেঙে গিয়েছিল জনস্রোতের বাঁধ। কাতারে কাতারে মানুষ জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং তৃণমূল কংগ্রেসের উপর ভরসা রেখে স্বতঃস্ফূর্তভাবে এই রোড শো’তে অংশগ্রহণ করেছিলেন। হাজার হাজার সাধারণ জনগণ আমায় ঘিরে তাঁদের উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। আমি আশাবাদী, আগামী ১১ জুলাই ‘মানুষের পঞ্চায়েত’ গঠিত হবেই। যেভাবে রাইপুর তথা বাঁকুড়াবাসী আজ আমায় ভালবাসার বন্ধনে আবদ্ধ করলেন তাতে আমি নিশ্চিত বাঁকুড়ার এই ঐতিহ্যবাহী পুণ্যভূমিতে কোনও সাম্প্রদায়িক, স্বৈরাচারী শক্তি মাথা তুলে দাঁড়াতে পারবে না। বাঁকুড়ায় মা-মাটি-মানুষের বিজয় কেতন উড়বে, পুনরায় রক্ষা পাবে গণতন্ত্র এবং বজায় থাকবে শান্তি-সম্প্রীতি-সৌহার্দের আবহ।’
তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র বলেন, “৫টার পর হেলিকপ্টার ওড়ার ক্ষেত্রে সমস্যা হয়। যেহেতু আকাশ মেঘলা ছিল। তাই কোনওরকম ঝুঁকি না নিয়ে যেখানে রোড শো শেষ করার কথা ছিল, কিছুটা আগেই রোড শো শেষ করে দিতে হয়।” প্রসঙ্গত, গত সপ্তাহে উত্তরবঙ্গ সফরে গিয়ে দুর্যোগের কবলে পড়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চপার। আবহাওয়া খারাপ থাকার কারণে জরুরি অবতরণ করাতে হয় চপারের। পায়ে, কোমরে আঘাত লাগে তাঁর।
আরও পড়ুন – ‘দুর্নীতিগ্রস্তদের সম্পত্তি নিলামে তুলে টাকা আদায় করব’ সরাসরি হুঁশিয়ারি দিলেন ভাঙড়ের ISF…
অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন নির্দিষ্ট সময়ের কিছু পরে চপারে পুরুলিয়ার বাঘমুণ্ডি থেকে সারেঙ্গায় পৌঁছন। শুরু হয় রোড শো। যদিও মিশন ময়দান পর্যন্ত তা যাওয়ার কথা থাকলেও তা তার আগেই শেষ হয়। আবহাওয়ার কারণে সেই রোড শো কিছুটা আগেই শেষ করতে হয়েছে বলে জানায় তৃণমূল নেতৃত্ব।