
এবারে বড়োসড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার। দেশে নিষিদ্ধ ( Banned ) হতে চলেছে ভিপিএন। ব্যাটলগ্রাউন্ড ইন্ডিয়া বা পাবজি-র মতো গেম প্রায় এক বছর নিষিদ্ধ ছিলো। কিন্তু আদৌ সেই নিষিদ্ধ ঘোষণা করেও খেলা আটকায়নি ভারতে। ভারতীয় সার্ভার অনুমতি না দিলেও ভিপিএন এর সাহায্যে দিব্যি খেলা চালিয়ে গেছে পাবজিপ্রেমীরা। এবার এই ভিপিএন-ই নিষিদ্ধ হতে চলেছে ভারতে।
ভিপিএন-এর পুরো কথা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এর মাধ্যমে নিজের অবস্থান আড়াল করে এমন ওয়েবসাইট খোলা যায় যা দেশে নিষিদ্ধ ( Banned ) । স্বভাবতই ভারতে নিষিদ্ধ পর্ন সাইট দেখতে অনেকেই ভিপিএন-এর সাহায্য নেয়। কিন্ত এখন থেকে তা আর হবে না।
আর ও পড়ুন ২৫ সেপ্টেম্বর ( September ) দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিলো কৃষক সংগঠন, সমর্থন বামেদের
সংসদীয় কমিটি এই পদক্ষেপের ব্যাপারে কারণ হিসেবে সাইবার নিরাপত্তার কথা বলেছে। তাদের যুক্তি, ভিপিএন-এর মাধ্যমে ক্ষতিসাধন করতে পারে হ্যাকাররা। শুধু গেম খেলা কিংবা পর্ন দেখার জন্যই ব্যবহৃত হয় না ভিপিএন। বড় বড় বহুজাতিক সংস্থারাও নিজস্ব প্রয়োজনে এর ব্যবহার করে। ফলে ঝুঁকির ( Banned ) মুখে পড়বে তারাও। সবকিছু ভেবেই এই পরিষেবা নিষিদ্ধ করার পথে দেশের প্রশাসন।
উল্লেখ্য, দেশে নিষিদ্ধ ( Banned ) হতে চলেছে ভিপিএন। ব্যাটলগ্রাউন্ড ইন্ডিয়া বা পাবজি-র মতো গেম প্রায় এক বছর নিষিদ্ধ ছিলো। কিন্তু আদৌ সেই নিষিদ্ধ ঘোষণা করেও খেলা আটকায়নি ভারতে। ভারতীয় সার্ভার অনুমতি না দিলেও ভিপিএন এর সাহায্যে দিব্যি খেলা চালিয়ে গেছে পাবজিপ্রেমীরা। এবার এই ভিপিএন-ই নিষিদ্ধ হতে চলেছে ভারতে। দেশের সংসদীয় কমিটি এই পদক্ষেপের ব্যাপারে কারণ হিসেবে সাইবার নিরাপত্তার কথা বলেছে। তাদের যুক্তি, ভিপিএন-এর মাধ্যমে ক্ষতিসাধন করতে পারে হ্যাকাররা। শুধু গেম খেলা কিংবা পর্ন দেখার জন্যই ব্যবহৃত হয় না ভিপিএন। বড় বড় বহুজাতিক সংস্থারাও নিজস্ব প্রয়োজনে এর ব্যবহার করে। ফলে ঝুঁকির ( Banned ) মুখে পড়বে তারাও। সবকিছু ভেবেই এই পরিষেবা নিষিদ্ধ করার পথে দেশের প্রশাসন।