ব্যারাকপুর (Barrackpore) পুরসভার প্রশাসকমন্ডলীর সদস্যের বাড়ি লক্ষ্য করে বোমা

ব্যারাকপুর (Barrackpore) পুরসভার প্রশাসকমন্ডলীর সদস্যের বাড়ি লক্ষ্য করে বোমা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Barrackpore
ব্যারাকপুর (Barrackpore) পুরসভার প্রশাসকমন্ডলীর সদস্যের বাড়ি লক্ষ্য করে বোমা
ছবি সংগ্রহে সাইন টিভি

 

 

শুক্রবার রাতে ব্যারাকপুর (Barrackpore) পুরসভার প্রশাসকমন্ডলীর সদস্য সুপ্রভাত ঘোষের বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীদের বোমা মারার অভিযোগ। তৃণমূলের দাবি, বিজেপি এই ঘটনায় যুক্ত। তবে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ব্যারাকপুর (Barrackpore) পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এন এন বাগচী রোড পুলিশপাড়া এলাকার ঘটনা।

 

সুপ্রভাত ঘোষ ব্যারাকপুর (Barrackpore) পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর। শুক্রবার রাত এগারোটা নাগাদ একটি স্কুটিতে করে তিন জন দুষ্কৃতী এসে তাঁর বাড়ি লক্ষ্য করে দু’টি বোমা ছোড়ে বলে অভিযোগ। বোমা দুটির একটি রাস্তায় ফাটে।

 

অন্যটি পাশের বাড়ির দেওয়ালে লেগে বিস্ফোরণ হয়।  সেই সময় নিজের ঘরে বসে মোবাইলে কাজ করছিলেন সুপ্রভাত ঘোষ। বোমার আওয়াজ পেয়ে তিনি বারান্দায় এসে দেখেন রাস্তায় কেউ নেই। দ্রুত গতিতে একটি স্কুটি এলাকা থেকে বেরিয়ে যাচ্ছে। এবং এলাকা বোমার ধোঁয়ায় ভরে গিয়েছে।

 

সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় টিটাগড় থানার পুলিশকে। খানিকক্ষণের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর পুরসভার পুরপ্রশাসক মন্ডলীর সদস্য তথা ব্যারাকপুর শহর তৃণমূল যুব কংগ্রেস সভাপতি রাজা পাসোয়ান, ব্যারাকপুর পুরসভার বিদায়ী পুরপিতা নওশাদ আলম শেখ রাজা, তপন কুমার দে, উত্তর ২৪ পরগনা তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি জয়দীপ দাস, যুগ্ম সম্পাদক অমল মিত্র।

 

আর ও পড়ুন    সবুজ আপেল (Green apples) আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী? জানেন কি?

 

উল্লেখ্য, শুক্রবার রাতে ব্যারাকপুর (Barrackpore) পুরসভার প্রশাসকমন্ডলীর সদস্য সুপ্রভাত ঘোষের বাড়ি লক্ষ্য করে দুষ্কৃতীদের বোমা মারার অভিযোগ। তৃণমূলের দাবি, বিজেপি এই ঘটনায় যুক্ত। তবে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ব্যারাকপুর (Barrackpore) পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এন এন বাগচী রোড পুলিশপাড়া এলাকার ঘটনা।

 

সুপ্রভাত ঘোষ ব্যারাকপুর (Barrackpore) পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর। শুক্রবার রাত এগারোটা নাগাদ একটি স্কুটিতে করে তিন জন দুষ্কৃতী এসে তাঁর বাড়ি লক্ষ্য করে দু’টি বোমা ছোড়ে বলে অভিযোগ। বোমা দুটির একটি রাস্তায় ফাটে।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top