
বঙ্গোপসাগরে ( Bayofbengal ) নিম্নচাপের ভ্রুকুটি দেখা দিয়েছে। নিম্নচাপের জেরে ফের দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের উপকূলবর্তী তিন জেলা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
বঙ্গোপসাগরে ( Bayofbengal ) তৈরি ঘূর্ণাবর্ত আগামী সোমবার নিম্নচাপের রূপ নিতে পারে। এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। ৬ ও ৭ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে উপকূলের তিন জেলায়। কলকাতা-সহ বাকি জেলাগুলিতে মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে। যাঁরা সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন, তাঁদের ৫ সেপ্টেম্বর অর্থাৎ রবিবারের মধ্যে উপকূলে ফিরে আসতে বলা হয়েছে।
সোম ও মঙ্গলবার সবাইকে সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। ওই দুই দিন সমুদ্র ( Bayofbengal ) উত্তাল থাকবে। গত এক সপ্তাহকাল ধরে মাঝে মধ্যে দু-এক পশলা বৃষ্টি হয়েছে। কিন্তু বর্ষার সেই তেজ ছিল না। তা পুনরায় ফিরে আসতে চলেছে নিম্নচাপের সৌজন্যে।
আর ও পড়ুন ২৫ সেপ্টেম্বর ( September ) দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিলো কৃষক সংগঠন, সমর্থন বামেদের
উত্তর-মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেই নিম্নচাপই দাপট দেখাব আগামী সপ্তাহভর। এদিকে বৃষ্টি ঢালছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও। সেখানে বর্ষণের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। দার্জিলিং, কালিম্পং, দুই দিনাজপুর ও মালদহেও বর্ষণের সম্ভাবনা থাকছে।
তবে এই বৃষ্টি বর্ষার স্বাভাবিক নিয়মে। এবার বর্ষা বিদায় নেওয়ার সময় এগিয়ে আসছে। বর্ষা বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গেই সাগরে নিম্নচাপের ভ্রুকুটি হলেই তা ঘূর্ণিঝড়ে রূপান্তরের সম্ভাবনা থাকে। সেপ্টেম্বের ও অক্টোবর মাসে ঘূর্ণিঝড় হানার সম্ভাবনা প্রবল থাকে।
উল্লেখ্য, আগামী ৬ ও ৭ সেপ্টেম্বর দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে উপকূলের তিন জেলায়। কলকাতা-সহ বাকি জেলাগুলিতে মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে। যাঁরা সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন, তাঁদের ৫ সেপ্টেম্বর অর্থাৎ রবিবারের মধ্যে উপকূলে ফিরে আসতে বলা হয়েছে।
সোম ও মঙ্গলবার সবাইকে সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। ওই দুই দিন সমুদ্র ( Bayofbengal ) উত্তাল থাকবে। গত এক সপ্তাহকাল ধরে মাঝে মধ্যে দু-এক পশলা বৃষ্টি হয়েছে। কিন্তু বর্ষার সেই তেজ ছিল না। তা পুনরায় ফিরে আসতে চলেছে নিম্নচাপের সৌজন্যে।