‘বিপাকে’ বায়রন বিশ্বাস…! হাইকোর্টে মামলা বায়রনের বিরুদ্ধে , অনুমতি দিল প্রধান বিচারপতির বেঞ্চ ,

‘বিপাকে’ বায়রন বিশ্বাস…! হাইকোর্টে মামলা বায়রনের বিরুদ্ধে , অনুমতি দিল প্রধান বিচারপতির বেঞ্চ , বায়রন বিশ্বাসের বিধায়ক পদ বাতিলের দাবিতে মামলা দায়ের হল আদালতে। সোমবার কলকাতা হাইকোর্টে এই মর্মে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী সৌমশুভ্র রায়। আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা। সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন বায়রন বিশ্বাস (Bairon Biswas)। ২৯ মে দলবদল করে তৃণমূলে যোগ দেন বায়রন বিশ্বাস।

 

 

 

 

 

 

সাগরদিঘি উপনির্বাচনে জিতে উলটপুরাণ ঘটিয়েছিলেন কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। তৃণমূলকে হারিয়ে কংগ্রেসের টিকিটে সাগরদিঘি (Sagardighi) থেকে নির্বাচিত হয়েছিল বায়রন বিশ্বাস (Bairon Biswas)। বাম সমর্থিত কংগ্রেস জোটের প্রার্থী ছিলেন তিনি। তাঁর জয়ে বাংলায় তৈরি হয়ে সাগরদিঘি মডেল।

 

 

 

রাতারাতি নজির হয়ে উঠেছিলেন এই বিধায়ক। আর এই সাগরদিঘি (Sagardighi) মডেলকে সামনে রেখেই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জিততে চাইছিল বাম-কংগ্রেস জোট। বায়রনের তৃণমূলে (Trinamul Congress) যোগ তাই সব দিক থেকেই রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

 

 

 

আরও পড়ুন –  তাপপ্রবাহের সতর্কতা , বেলা ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত সতর্ক থাকতে বলল…

 

 

কংগ্রেসের টিকিটে জেতার তিন মাসের মধ্যে দলবদল করেছেন সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস (Bairan Biswas)। বাযরন বিশ্বাসের দলত্যাগে তাঁর বিধায়ক পদ বাতিল সংক্রান্ত এই মামলার শুনানি আগামী সপ্তাহে হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি টি শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে হওয়ার সম্ভাবনা। ভোটে জেতার তিনমাসের মধ্যে দলবদল করে মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বায়রন বিশ্বাস, এমনটাই দাবি করা হয়েছে জনস্বার্থ মামলায়।

 

(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন  Facebook পেজ এবং Youtue )