নিজস্ব সংবাদদাতা , ১১অগাস্ট ২০২১ :মঙ্গলবার সন্ধ্যায় Belur Math ও মিশনের ফেসবুক ও ইউটিউবে পেজের মাধ্যমে মঠের তরফ থেকে এমনই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ।
আর ও পড়ুন ; ২১এর ভোটে হেরেও TMC-কে টেক্কা দিলো CP(I)M, কীভাবে?
আগামী আঠারই আগস্ট ২০২১ থেকে Belur Math -এর দরজা আবারো খুলে দেওয়া হবে ভক্তদের জন্য । সকাল ৮টা থেকে ১১টা ও বিকেলে চারটের থেকে পোনে ছটা পর্যন্ত খোলা থাকবে মঠের দরজা ।
তবে যে সমস্ত ভক্তরা বেলুড়মঠে আসবেন তাদের সকলকে করণা টিকার দুটি ডোজের সার্টিফিকেট অথবা ৭২ ঘণ্টার মধ্যে করা করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট সঙ্গে নিজেদের ব্যক্তিগত পরিচয় কোন পরিচয় পত্র দেখাতে হবে মূল প্রবেশদ্বার । তাহলেই অনুমতি মিলবে বেলুড়মঠে প্রবেশের ।