করোনা পরিস্থিতিতে ভিড় এড়াতে জন্মাষ্টমীতে বন্ধ থাকবে বেলুড় মঠ (Belur Math)

করোনা পরিস্থিতিতে ভিড় এড়াতে জন্মাষ্টমীতে বন্ধ থাকবে বেলুড় মঠ (Belur Math)

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Belur Math
করোনা পরিস্থিতিতে ভিড় এড়াতে জন্মাষ্টমীতে বন্ধ থাকবে বেলুড় মঠ (Belur Math)
ছবি সংগ্রহে সাইন টিভি

 

করোনা পরিস্থিতিতে ভিড় এড়াতে আগামী ৩০ আগস্ট সোমবার শ্রীকৃষ্ণ-জন্মাষ্টমীর দিন বন্ধ থাকবে বেলুড় মঠ (Belur Math) । বেলুড় মঠ সূত্রে এমনটাই জানা গেছে। ওইদিন ভক্ত ও দর্শনার্থীরা বেলুড় মঠে প্রবেশ করতে পারবেন না।

 

বেলুড় মঠ সূত্রে খবর, করোনা পরিস্থিতি তৈরি হওয়ার আগে অন্যান্য বছর জন্মাষ্টমীতে বেলুড় মঠে প্রচুর ভক্ত ও দর্শনার্থীদের সমাগম হতো। এবারও তেমনটা হলে সেক্ষেত্রে করোনা বিধি ভঙ্গ হতে পারে। সেই আশঙ্কা থেকেই মঠ কর্তৃপক্ষ ওইদিন ভক্ত ও দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে রীতি মেনেই মঠের ভিতরে জন্মাষ্টমী উপলক্ষ্যে পুজো হবে।

 

প্রসঙ্গত, গত ১৮ আগস্ট থেকে ফের ভক্ত ও দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় বেলুড় মঠ (Belur Math) । বর্তমানে প্রতিদিন সকাল ৮টা থেকে ১১টা ও বিকেল ৪টে থেকে ৫টা ৪৫ মিনিট পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকছে মঠ। তবে মঠে প্রবেশ করতে গেলে দেখাতে হচ্ছে কোভিড ভ্যাকসিনের দু’টি ডোজ নেওয়ার শংসাপত্র এবং পরিচয়পত্র।

 

আর ওখবর    ছেলে মেয়েদের একসঙ্গে পড়াশোনা বন্ধ করতে জারি তালিবানি (Taliban) ফতোয়া

 

বেলুড় মঠে (Belur Math) প্রবেশের পর ভক্ত ও দর্শনার্থীদের করোনা বিধি মেনে চলতে হচ্ছে। যেমন মাস্ক পরা, মঠে প্রবেশের সময় থার্মাল গানে দেহের তাপমাত্রা পরীক্ষা করানো, স্যানিটাইজার ব্যবহার করা, পারস্পরিক দূরত্ব বজায় রাখা ইত্যাদি বিধি নিষেধ মেনে চলতে হচ্ছে।

 

দূরত্ব বজায় রাখতে মঠের ভিতরে একেবারেই ভিড় করা যাচ্ছে না। কোভিড বিধি যাতে ভঙ্গ না হয় সেদিকে কড়া নজর রাখছেন নিরাপত্তারক্ষীরা। এই পরিস্থিতিতে অতিরিক্ত ভিড় এড়াতেই জন্মাষ্টমীর দিন মঠ বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন বেলুড় মঠ কর্তৃপক্ষ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top