আবার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে মামলা হাই কোর্টে , পার্থ-মানিকের পর তাপসও!

আবার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে মামলা হাই কোর্টে , পার্থ-মানিকের পর তাপসও!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

আবার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে মামলা হাই কোর্টে , পার্থ-মানিকের পর তাপসও! তাপসের বিরুদ্ধে মামলার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের বিচারপতি মান্থার দ্বারস্থ হন বিজেপি (Bjp) নেতা। স্কুল, পুরসভার নিয়োগে দুর্নীতির পাশাপাশি পশ্চিমবঙ্গে (West Bengal) দমকলের চাকরি দেওয়া নিয়েও দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি (Bjp)। এ ব্যাপারে তৃণমূলের (Tmc) তেহট্টের বিধায়ক তাপস সাহার (Tapan Saha) বিরুদ্ধে অভিযোগ এনে একটি অডিয়ো ক্লিপ প্রকাশ্যে এনেছিল তারা। সোমবার সেই অভিযোগের ভিত্তিতে তাপসের বিরুদ্ধে মামলা করার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট ।

 

 

 

 

 

তেহট্টের তৃণমূল বিধায়ক তাপসের একটি অডিয়ো ক্লিপ প্রকাশ্যে এনে তরুণ দাবি করেছিলেন, ঘুষ নিয়ে বিভিন্ন সরকারি দফতরে চাকরির প্রতিশ্রুতি দিয়েছেন তাপস (Tapas saha)। মূলত দমকলের চাকরি দেওয়ার নাম করে তাপস টাকা নিয়েছেন বলে অভিযোগ করেছিলেন তিনি। বিষয়টি দুর্নীতিদমন শাখাকে দিয়ে তদন্তের আর্জি জানিয়ে আদালতে আবেদন করেছিলেন তরুণ। সোমবার সেই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি মান্থা। মঙ্গলবার ওই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলে আদালত সূত্রে খবর।

 

 

 

তবে তাপসের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ একা বিজেপি নেতা (Bjp) এনেছেন, তা নয়। তৃণমূলের এক নেত্রীও ওই একই অভিযোগ এনেছিলেন। কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূলের বঙ্গজননীর সভানেত্রী তথা জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহা সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে বলেছিলেন, ‘‘বিভিন্ন সরকারি দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে দলীয় কর্মী এবং সাধারণ মানুষের থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন তাপস (Tapas saha)।’’ যদিও তাপস (Tapas Saha) নিজে এই সমস্ত অভিযোগই অস্বীকার করেছিলেন।

 

 

আরও পড়ুন – দুর্নীতির অভিযোগ থাকলে মামলা ঠুকুন! তৃণমূলকে চ্যালেঞ্জ বিমানের

 

 

সোমবার বিজেপি (BJP) নেতা তথা আইনজীবী অরুণজ্যোতি তিওয়ারির অভিযোগের ভিত্তিতে এই অনুমতি দিয়েছেন হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা (Rajasekhar Mantha)। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত বিধায়ক পার্থ চট্টোপাধ্যায় (Partha cahatterjee)এবং মানিক ভট্টাচার্যের (Manik bhattacharya) পর এই নিয়ে আরও এক তৃণমূল বিধায়কের নাম জড়াল রাজ্যের সরকারি নিয়োগে অনিয়মের মামলায়।

 

(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook  পেজ এবং Youtube )

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top