
নিজস্ব সংবাদদাতা,কোলকাতা : প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে প্রদেশ কংগ্রেস দপ্তর থেকে একটি প্রতিবাদ মিছিল ওয়েলিংটন মোড় অবধি যায়। এই মিছিলের মূল বিষয় বাংলার মেয়ে রিয়া চক্রবর্তী কে অন্যায় ভাবে ফাঁসানো চলবে না, বাংলার মেয়ে রিয়া কে রাজনীতির শিকার হতে দিচ্ছি না দেবো না। নেতৃত্বে ছিলেন কংগ্রেসের বিধানসভায় চিফ হুইপ ও প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক শ্রী মনোজ চক্রবর্তী, বিধায়ক অসিত মিত্র রিজু ঘোষাল সুমন পাল মহেশ শর্মা প্রীতম ঘোষ প্রদীপ প্রসাদ সৌরভ প্রসাদ আরও রাজ্য ও জেলার নেতৃত্ব উপস্থিত ছিলেন



















