মমতার ভবানীপুর ( Bhabanipur ) কেন্দ্রে উপনির্বাচন হবে ৩০ সেপ্টেম্বর

Bhabanipur
Bhabanipur

 

 

মমতার ভবানীপুর ( Bhabanipur ) কেন্দ্রে উপনির্বাচন হবে ৩০ সেপ্টেম্বর
ছবি সংগ্রহে সাইন টিভি

 

অবশেষে উপনির্বাচনের দিন ঘোষণা করলো দেশটির নির্বাচন কমিশন। আগামী ৩০ সেপ্টেম্বর ( Bhabanipur ) পশ্চিমবঙ্গের তিনটি আসনে উপ নির্বাচন হতে চলেছে। এই তিনটি আসন হলো দক্ষিণ কলকাতার ভবানীপুর ও মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জ।  তবে পশ্চিমবঙ্গের ৭ টি কেন্দ্রের মধ্যে শুধুমাত্র উপনির্বাচন হবে আপাতত এই তিনটি  কেন্দ্রে। করোনার তৃতীয় ঢেউয়ের  সংক্রমণের কারণে আপাতত বাকি আসনগুলিতে এখনই উপ নির্বাচন হবে না।

 

উল্লেখ্য, এই ভবানিপুর ( Bhabanipur ) কেন্দ্র থেকেই উপনির্বাচনে লড়বেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গত বিধানসভা নির্বাচনে তিনি নন্দীগ্রাম কেন্দ্র থেকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন। পরাজিত হয়েও তিনি মুখ্যমন্ত্রী হন। ফলে মুখ্যমন্ত্রী হওয়ার  ছয় মাসের মধ্যে তাঁকে যে কোনও আসন থেকে জয়ী হয়ে আসতে হবে।  ভারতীয় সংবিধানের এই নিয়ম মেনেই মমতা বন্দ্যোপাধ্যায় এবার তাঁর পুরনো আসন ভবানীপুর থেকে উপনির্বাচনে প্রার্থী হতে চলেছেন বলে সুত্রের খবর।

 

আগামী ৩০ সেপ্টেম্বর হবে ভবানীপুর( Bhabanipur )  কেন্দ্রে  ভোটগ্রহণ। ফল ঘোষণা হবে আগামী  অক্টোবরের ৩ তারিখ। পশ্চিমবঙ্গে  রাজ্যে বিগত বিধানসভা নির্বাচনের ভোট প্রক্রিয়া চলাকালীন মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জে প্রার্থীমারা গিয়েছিলেন। ফলে  এই দুই আসনেও একই দিনে নির্বাচন হবে। ফল ঘোষণাও হবে একই দিনে।

 

আর ও পড়ুন    জামাইবাবু-শালির ভালোবাসা ( Love ), তারপরেই এমন ভয়াবহ পরিণতি

 

নির্বাচন কমিশন জানিয়েছে উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে ৬ সেপ্টেম্বর। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ  ১৩ সেপ্টেম্বর। মনোনয়ন যাচাই করা হবে ১৪ সেপ্টেম্বর। মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন ১৬ সেপ্টেম্বর বলে জানিয়েছে কমিশন।

 

এদিকে, দক্ষিণ কলকাতার ভবানীপুরের পাশাপাশি উপনির্বাচন হওয়ার কথা উত্তর ২৪ পরগনার খড়দহ, দক্ষিণ ২৪ পরগনায় গোসাবায়। ভোটের ফল ঘোষণার আগেই করোনা সংক্রমণে মারা যান খড়দহের তৃণমূল প্রার্থী কাজল সিংহ। সেখানে জিতেছিল তৃণমূল। বিধায়ক পদে শপথ নেওয়ার পরে মারা গিয়েছেন গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর। এ ছাড়া বিধানসভায় জিতেও সাংসদ পদে থেকে যাবেন বলে দিনহাটা ও শান্তিপুরের বিধায়কপদ ছেড়েছেন বিজেপির দুই সাংসদ নিশীথ প্রামাণিক ও জগন্নাথ সরকার। কিন্তু সেই চার কেন্দ্রে এখনও উপনির্বাচনের দিন ঘোষণা করেনি কমিশন।

 

নির্বাচন কমিশনের  তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ অনুরোধেই ভবানীপুরে উপনির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। এদিকে ভবানীপুর কেন্দ্র ঘিরে পশ্চিমবঙ্গবাসীর আগ্রহ বাড়ছে। কারণ, এই কেন্দ্রে  প্রার্থী হওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। গত বিধানসভা ভোটে ভবানীপুরে প্রার্থী হয়েছিলেন পশ্চিমবঙ্গের  কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি ২১ মে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। আর তার পরেই তৃণমূল সূত্রে জানা যায়, এই আসনে প্রার্থী হবেন মমতাই। তাই উপনির্বাচন ঘোষণার অনেক আগে মে মাস থেকেই ওই আসনের উপনির্বাচনের প্রস্তুতিতে নেমে পড়ে তৃণমূল নেতৃত্ব।