নিজস্ব সংবাদদাতা ১৬ নভেম্বর ২০২০ মুর্শিদাবাদ: মহাসমারোহে শুরু হলো বহরমপুরের খাগড়া ঘাটের ভৈরব পূজা ।
সোমবার ভোর পাঁচটা থেকে ভক্তরা মাল্যদান করে ও বাবা ভৈরবকে পৈতা পড়ানোর মধ্য দিয়ে পুজোর শুভ সূচনা হয়। পরে অনুগুনিত উপশী ভক্তরা ভাগীরথী নদীতে স্নান করে গণ্ডি কাটতে কাটতে এসে সেই ভৈরব বাবার মাথায় ঢালে ।
প্রায় ২২ ফুট উচ্চতা বাবা ভৈরব বাবার মূর্তীর । মুর্শিদাবাদ জেলার প্রাচীনতম ঐতিহ্যবাহী খাগড়া এই ভৈরব পূজা জেলার বাইরে থেকেও অসংখ্য ভক্ত বৃন্দ পুজো দেয় মনস্কামনা করেন ভক্তবৃন্দ রা । হিন্দু দেবতা শিবের একটি প্রকাশ বা অবতার, যা মৃত্যু এবং বিনাশের সাথে সম্পর্কিত।
আরও পড়ুন…অজ্ঞাত পরিচয় মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়ালো মহম্মদ বক্স এলাকায়
তিনি মহাকাল ভৈরব নামেও পরিচিত ।