নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪পরগণা, ১৭ অক্টোবর, ২০২০:চোর সন্দেহে ভাঙড়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে ।ঘটনাটি ঘটেছে ভাঙড়ের কাশিপুর থানার চিনেপুকুর গ্রামে । ঘটনায় গুরুতর আহত গৃহবধূর স্বামী আলী হোসেন মোল্লা।
৩৫ বছরের মৃত গৃহবধূর নাম সুফিয়া বিবি। স্থানীয় সূত্রে খবর চোর সন্দেহে শুক্রবার দুপুরে আলী হোসেনকে এলাকার যুবক মইবুল মোল্লা বাড়িতে ডেকে নিয়ে গিয়ে মারধর করে। পরে আলী হোসেনের স্ত্রী সুফিয়া বিবিকেও ব্যাপক মারধর করে অভিযুক্ত। খবর পেয়ে কাশিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্বার করে জিরানগাছা প্রাথমিক হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকরা দুজনকেই কলকাতা আরজিকর হসপিটালে রেফার করে।
আরও পড়ুন…পর্যটকদের জন্য চালু হল দীঘা হাওড়া সুপার ফাস্ট এক্সপ্রেস
পরিবার সূত্রে খবর আহত সুফিয়া বিবি আরজিকর হসপিটালে মারা যান। রাতে এলাকায় মৃত্যুর খবর আসতেই ক্ষোভে ফেটে পরে এলাকার সাধারণ মানুষ। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানান এলাকা বাসি।