নিজস্ব সংবাদদাতা,কোলকাতা:- আজ ভারতী ঘোষ কে ভবানী ভবনে ডাকা হয়. ভবানী ভবনে ঢোকবার আগেতিনি বলেন আমাকে আলিপুরদুয়ার এর ৪৩▪ ২০১৯ . একটা কেস করা হয়েছে, প্রায় ১৮ মাস হয়ে গেছে কখনো ডাকা হয়নি কিন্তু যত বিধানসভা ভোট আসছে আর আমাকে ডাকার পরিমান বাড়ছে । এর পাশাপাশি তিনি বলেন যে এই কোভিড পরিস্থিতির মধ্যে ফোনের মাধ্যমে কি কথা বলা যেতোনা, যেখানে সরকার বারবার বেছে অত্যন্ত প্রয়োজন ছাড়া না বেরোতে। বারবার করোনা আবহের মধ্যে তাকে ডাকা হচ্ছে এর বিরুদ্ধে সোচ্চার হন তিনি। মুখ্য মন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙ্গুল তুমি তিনি বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত রক্ত মাখা হাত। তিনি আরো জানান যে জঙ্গল মহলে প্রচুর মানুষ কে মারা হচ্ছে, ফলস কেসে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে এই সব কিছুর হিসেবে ভগবান নেবেন বলেও তাঁর বিশ্বাস।
ভারতী ঘোষ কে ভবানী ভবনে ডাকা হলো আজ
ভারতী ঘোষ কে ভবানী ভবনে ডাকা হলো আজ
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram