বেঙ্গালুরুতে বিরোধী জোটের বৈঠক চলাকালীন বেরিয়ে আসেন নীতীশ কুমার, জোটের ‘ইন্ডিয়া’ নামে অখুশি? কি বলছেন নীতীশ

বেঙ্গালুরুতে বিরোধী জোটের বৈঠক চলাকালীন বেরিয়ে আসেন নীতীশ কুমার, জোটের ‘ইন্ডিয়া’ নামে অখুশি? কি বলছেন নীতীশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বেঙ্গালুরুতে বিরোধী জোটের বৈঠক চলাকালীন বেরিয়ে আসেন নীতীশ কুমার, জোটের ‘ইন্ডিয়া’ নামে অখুশি?কি বলছেন নীতীশ ,বিরোধী জোটের নাম তাঁর পছন্দ হয়নি বলে যে অভিযোগ উঠেছে,তা নস্যাৎ করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।এটা এনডিএ শিবিরের অপপ্রচার বলে উড়িয়ে দেন তিনি।সেই সঙ্গে আগামী দিনে বিরোধীদের জোটে আরও দল যোগ দেবে বলে পাটনায় দাবি করেছেন বিহারের মুখ্যমন্ত্রী।

 

 

 

 

 

 

লোকসভা নির্বাচনের পরিকল্পনা নিয়ে মঙ্গলবার বেঙ্গালুরুতে শেষ হয়েছে বিরোধী দলগুলির দুই দিনের বৈঠক।শেষ দিনের বৈঠকে বিরোধী জোটের নাম প্রকাশ করা হয়েছে।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রস্তাব মতো বিরোধী জোটের নাম দেওয়া হয়েছে ‘ইন্ডিয়া’।

 

 

 

 

 

গত ২৩ জুন পাটনার বৈঠকে ১৭টি বিরোধী দল যোগ দিয়েছিল। বেঙ্গালুরুর বৈঠকে যোগদানকারী দলের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ২৬।আগামী বৈঠকে আরও বেশ কয়েকটি দলের যোগদানের সম্ভাবনার কথা জানিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী।বিজেপি বিরোধী ২৬টি দল বৈঠকে যোগ দিলেও,দূরত্ব বজায় রেখে চলেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি,তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও,ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।আগামী দিনে এই নেতারা কী যোগ দিতে চলেছে বিরোধী শিবিরে?নীতীশের মন্তব্যকে ঘিরে তৈরি হয়েছে জল্পনা।

 

 

 

 

 

প্রসঙ্গত,বিহারে বিজেপি সঙ্গ ছেড়ে আরজেডি-র সঙ্গে জোট করে সরকার গঠন করার পর মোদী বিরোধী জোট গঠনে তৎপর হন নীতীশ কুমার।কংগ্রেস,তৃণমূল,আপ সহ একাধিক বিরোধী দলের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি।নীতীশই বিরোধীদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হতে পারেন বলে সেই সময় জল্পনা তুঙ্গে ওঠে। প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার জন্যই নীতীশ সঙ্গ ছেড়েছে বলে দাবি করে বিজেপি।

 

 

 

জানা যায়,জোটের এই নাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।তাঁর গোঁসা হওয়ার কারণ,‘INDIA’ নামটিতে ‘NDA’-এর অক্ষর রয়েছে।এছাড়া নাম নিয়ে কংগ্রেস তাঁর সঙ্গে আলোচনা করেনি বলে অভিযোগ।ক্ষোভের জল্পনা আরও বাড়িয়ে দেয়,বৈঠক চলাকালীন নীতীশ কুমার বের হয়ে আসায়।

 

 

আরও পড়ুন – ভাটাপাড়াতে মহিলার জমি আটকে পার্ক পুরসভার! জমি দখলের অভিযোগে আদালতের দ্বারস্থ বৃদ্ধা…

 

 

 

যদিও সেই জল্পনায় বুধবার পাটনায় জল ঢাললেন বিহারের মুখ্যমন্ত্রী।নাম নিয়ে তাঁর ক্ষোভের যে খবর চাউর করা হয়েছে,তা ভিত্তিহীন বলে দাবি করেন।এটা এনডিএ শিবিরের অপপ্রচার বলেও দাবি করেছেন নীতীশ।বৈঠকে সর্বসম্মতিতে ‘INDIA’ নামটি গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।বিহারের মুখ্যমন্ত্রী বলেন,একটি নির্ধারিত সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যই বৈঠক থেকে বের হয়ে আসতে হয়েছিল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top