এই সব রুটে বন্ধ হয়ে গেল বন্দে ভারত এক্সপ্রেস

এই সব রুটে বন্ধ হয়ে গেল বন্দে ভারত এক্সপ্রেস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

এই সব রুটে বন্ধ হয়ে গেল বন্দে ভারত এক্সপ্রেস , দেশের বিভিন্ন অংশকে সেমি হাইস্পিড ট্রেনের সঙ্গে জুড়তে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) চালু করেছে নরেন্দ্র মোদী সরকার। কিন্তু, ধুমধামের সঙ্গে ট্রেনটি চালু হলেও পর্যাপ্ত যাত্রী হচ্ছে না। ফলে যাত্রা শুরুর ছয় মাসের মধ্যেই বন্ধ হয়ে গেল বিলাসপুর-নাগপুর-বিলাসপুর (Bilaspur-Nagpur-Bilaspur) বন্দে ভারত এক্সপ্রেস। রেলের তরফে এই বন্দে ভারত এক্সপ্রেস বন্ধের কথা জানানো হয়েছে। তবে বন্দে ভারত এক্সপ্রেস বন্ধ হলেও এই রুটে যাত্রীদের পরিষেবা দিতে চালু হচ্ছে আরও একটি সেমি হাইস্পিড বিশিষ্ট ট্রেন, তেজস এক্সপ্রেস (Tejas Express)। রবিবার থেকেই নাগপুর-বিলাসপুর রুটে তেজস এক্সপ্রেস চালু হবে বলে রেলের তরফে জানানো হয়েছে।

 

 

 

 

 

নাগপুর-বিলাসপুর রুটে বন্দে ভারত এক্সপ্রেস বন্ধ হলেও যাত্রীদের সুবিধার্থে আরও একটি দ্রুতগতি সম্পন্ন ট্রেন চালু করার সিদ্ধান্ত নিয়েছে রেল। এবার বন্দে ভারতের জায়গায় নাগপুর-বিলাসপুর রুটে নামানো হচ্ছে তেজস এক্সপ্রেস। এই ট্রেনে মোট ১১টি কোচ থাকছে। যার মধ্যে ২টি এক্সিকিউটিভ ক্লাস ও ৭৮টি কোচ থাকবে। বন্দে ভারতের সময়েই চলবে তেজস এক্সপ্রেস। ট্রেনের নম্বরও একই থাকবে। রবিবার থেকেই যাত্রা শুরু করবে তেজস। যাঁরা ইতিমধ্যে এই রুটের বন্দে ভারত এক্সপ্রেসের আগাম টিকিট কেটে রেখেছেন, তাঁদের টিকিটের মূল্য ফেরৎ দেওয়া হবে বলেও রেল কর্তৃপক্ষ জানিয়েছে।

 

 

 

 

কেন বন্ধ হল বন্দে ভারত এক্সপ্রেস? রেল সূত্রে খবর, বিলাসপুর-নাগপুর বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার দিন থেকে বিগত ৬ মাসে যাত্রীর হার ছিল মাত্র ৫৫ শতাংশ। এর প্রধান কারণ অতিরিক্ত ট্রেন ভাড়া বলেই রেলের অনুমান। বিলাসপুর-নাগপুর বন্দে ভারত এক্সপ্রেসের এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া ছিল ২,০৪৫ টাকা এবং চেয়ার কারের ভাড়া ছিল ১,০৭৫ টাকা।

 

 

 

 

আরও পড়ুন –  মণিপুরে হিংসা থামাতে বিশেষ বার্তা শাহের

 

 

 

গত বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগপুর রেলস্টেশন থেকে নাগপুর-বিলাসপুর রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি চালু করেছিলেন। এই ট্রেনে নাগপুর থেকে বিলাসপুরের যাত্রার সময় ৭-৮ ঘণ্টা থেকে ৫ ঘণ্টায় নেমে এসেছিল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top