নিজস্ব সংবাদদাতা, সল্টলেক, ২২ অক্টোবর ২০২০: প্রায় তিন বছর পর গোর্খা জনমুক্তি মোর্চার নেতা কে প্রকাশ্যে দেখা গেল কলকাতায় বিমল গুরুং কে। আজ বিকাল চারটে নাগাদ সল্টলেকের গোর্খা ভবনে ল্যান্ড রোভার সাদা রঙের একটি গাড়িতে করে আসেন তিনি।
সেখানে তার সাংবাদিক সম্মেলন করার কথা ছিল।কিন্তু গোর্খা ভবনের কর্তৃপক্ষ দরজা খোলেন নি এবং তাকে ঢুকতে দেওয়া হয়নি ফলে তিনি অপেক্ষা না করে উদ্দেশ্যে গাড়ি নিয়ে রওনা দেন।গোর্খা ভবন কর্তৃপক্ষ পক্ষ থেকে জানানো হয় তারা কোন রাজনৈতিক দলে প্রতিনিধিকে এখানে সাংবাদিক সম্মেলন করতে দেবেন না। 2017 সালে দার্জিলিঙে অশান্তির পরে তার বিরুদ্ধে ইউপিএ ধারায় মামলা রজু করে পুলিশ।2017 সালের পর থেকে আর তাকে দেখা যায়নি তিনি ভিডিও বার্তায় বিভিন্ন সময় প্রকাশ্যে এসেছেন কিন্তু এই প্রথম সশরীরে তাকে দেখা গেল কলকাতায়।
আরও পড়ুন…এবার মা দুর্গা মত্যে এলে আর ফিরবেনা কৈলাসে
প্রায় 40 মিনিট অপেক্ষা করার পর তিনি রওনা দেন দার্জিলিং এর উদ্দেশ্যে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ছাড়লেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং। আগামী একুশে নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে লড়বেন বলে জানিয়েছেন গোর্খা প্রধান।