পঞ্চায়েতের আগেই বীরভূমে বোমা বিস্ফোরণ ,আবার বীরভূমে বোমা বিস্ফোরণ। পাড়ুই থানা এলাকার ভেরামারি গ্রামে তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে মজুত থাকা বোমা থেকেই বিস্ফোরণ হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে বোমা বিস্ফোরণ, একদিন আগেই সুন্দরবন পুলিশ জেলায় প্রচুর তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল। ফাঁকা মাঠে পড়ে থাকা প্লাস্টিকের ড্রাম থেকে উদ্ধার হয়েছিল প্রচুর তাজা বোমা। এরইমধ্যে শুক্রবার বড়সড় বোমা বিস্ফোরণ হয়ে গেল বীরভূমে (Birbhum)। যেখানে বোমা বিস্ফোরণ (Bomb Blast) হয়েছে সেটি আবার তৃণমূলের (Trinamool Congress) বুথ সভাপতির বাড়ি বলে জানতে পারা যাচ্ছে। ঘটনায় দুজন গুরতরভাবে জখম হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। পাড়ুই থানা এলাকার ভেরামারি গ্রামে তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে মজুত থাকা বোমা থেকেই বিস্ফোরণ হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। তাঁর বাড়ির বাথরুমে বোমাগুলি মজুত করা ছিল বলে খবর। স্থানীয় সূত্রে খবর, যাঁর বাড়িতে এই বিস্ফোরণ হয়েছে তিনি ভেরামারি গ্রামের তৃণমূল বুথ সভাপতি। নাম হাফিজুল মোল্লা।
আরও পড়ুন- মেট্রোর সময়সূচিতে বড়সড় পরিবর্তন,ট্রেনের সময়সূচি জেনে নিন
বিস্ফোরণের তীব্রতায় ভেঙে যায় বাথরুমটি। পাশের একটি পাকা বাড়িও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলে রয়েছে পাড়ুই থানার পুলিশ। তৃণমূলের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় তোপ দেগে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, “সন্দেহ আগে থেকে ছিল। পঞ্চায়েত নির্বাচনকে রক্তাক্ত করার জন্য চক্রান্ত চলছে। আগেই ভয় দেখিয়ে বিরোধীদের নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টাও চলছে। নাহলে প্রতিটি জেলায় থানায় থানায় এ ঘটনা ঘটত না। পুলিশের কোনও অ্যাক্টিভিটি আমরা দেখছি না। পুলিশ মন্ত্রীর কোনও বক্তব্যও দেখতে পাওয়া যায়নি। প্রতিটা ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ না কেউ জড়িত। আমার মনে হয় সরকারের ইচ্ছাতেই এ ধরনের ঘটনা ঘটছে। নাহলে আগেই বন্ধ হয়ে যেত।” যদিও তৃণমূল সাংসদ শান্তনু সেনের দাবি, গোটা রাজ্যেই দুষ্কৃতীদের ধরতে সক্রিয় রয়েছে পুলিশ। তবে এ ক্ষেত্রে কী ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে হবে। এখনও পর্যন্ত বাড়িমালিক তথা তৃণমূল নেতা হাফিজুলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ঘটনার তদন্ত চলছে।
(সব খবর, ঠিক খবর, প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )