নিজস্ব সংবাদদাতা ২১ অক্টোবর ২০২০ বীরভূম: ফের তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল বীরভূম। মধ্যরাতে বিস্ফোরণের এই ঘটনা ঘটে বীরভূমের দুবরাজপুরের চাপানগরী গ্রামে।
গ্রামে থাকা একটি দাতব্য চিকিৎসালয়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। গ্রামবাসীদের দাবি লকডাউনের পর থেকে বন্ধ ছিল ওই চিকিৎসালয়। হেতমপুর পঞ্চায়েতে নির্মিত করেছিল এই চিকিৎসালয়। ভেঙে পড়ে দাতব্য চিকিৎসালয়ের গোটা বিল্ডিংসহ ভেতরে জানলা দরজা সমস্ত কিছুই।
আরও পড়ুন…উৎসবের মরসুমে জনগণের উদ্দেশ্যে কি বললেন প্রধানমন্ত্রী?
বিস্ফোরণের তীব্রতার জেরে আতঙ্কিত হয়ে পড়ে গ্রামের মানুষজন। কি কারনে এই বিস্ফোরণ, বোমা থেকে নাকি অন্য কিছু কারণ খতিয়ে দেখছে পুলিশ।