‘সুপ্রিয়’ বিহীন বিজেপি! অভ্যন্তরীণ ঝড়ে সরাসরি ইঙ্গিত বাবুলের

‘সুপ্রিয়’ বিহীন বিজেপি! অভ্যন্তরীণ ঝড়ে সরাসরি ইঙ্গিত বাবুলের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
babul

নাটকীয়ভাবে সাংসদ পদ থেকে ইস্তফার পরে ফের চর্চায় দু ‘ বারের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। বেশ কিছুদিন আগেই পদ ত্যাগ করেছেন বাবুল। কিন্তু আবারও বাবুলের নতুন পোস্ট কি বঙ্গ বিজেপিতে ব্যতিক্রমের ইঙ্গিত দিচ্ছে? নাকি এই ঘটনা কেবলই ভোট পরবর্তী দলীয় অস্থিরতা প্রকাশের ছবি মাত্র, প্রশ্ন সকলের।

বিজেপি পর্বে ইতি টেনেছেন বাবুল সুপ্রিয়! আসানসোল সাংসদের ফেসবুক পোস্ট অন্তত এমনটাই জানান দিচ্ছে। যদিও বঙ্গ বিজেপির একাধিক এই পোষ্টটিকে ব্যতিক্রমী মানতে নারাজ। তাদের বক্তব্য, ওই পোষ্টটি কেবলমাত্র ৬ নম্বর মুরলীধর সেন স্ট্রিটের অস্থিরতার ছবিটিকে তুলে ধরছে।

রাজনৈতিক মহলের মতে, একুশের নির্বাচনী তে বিপুল সংখ্যার অংকে হারের পর থেকেই বিজেপির আত্মবিশ্বাস অনেকটাই ডগমগ করছে। বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকে শুরু হয়েছে বিজেপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব। বাবুলের ফেসবুক পোস্ট এই মতে যেন আরও স্পষ্ট ইঙ্গিত করে দিচ্ছে। তিনি লিখেছেন,’ ভোটের আগে থেকেই কিছু কিছু ব্যাপারে রাজ্য নেতৃত্বের সাথে মতান্তর হচ্ছিল। প্রবীণ নেতাদের মতানৈক্য ও কলহে পার্টির ক্ষতি তো হচ্ছিলই, গ্রাউন্ড জিরো তেও পার্টির কর্মীদের মনোবলকে যে তা কোনোভাবেই সাহায্য করছিল না তা বুঝতে রকেট বিজ্ঞান র জ্ঞানের দরকার হয় না।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top