নিজস্ব সংবাদদাতা ২৬ নভেম্বর ২০২০:মাঝের হাটে ও তারা তলায় ব্রিজ খোলার দাবিতে বিজেপি ও পুলিশের মধ্যে খন্ড যুদ্ধে উত্তপ্ত হয়ে উঠেছে তারাতলা চত্ত্বর। কৈলাস বিজয়বর্গীয় আসার আগেই পুলিশের সাথে বিজেপি কর্মীদের গন্ডগোল শুরু হয়ে যায়। এখনো পর্যন্ত পুলিশ বেশ কয়েকজনকে অ্যারেস্ট করে তারাতলার সমস্ত গাড়ি বন্ধ করে দেয় রাস্তার উপর।
দলীয় কর্মীদের উপর হামলার প্রতিবাদে তারাতলায় পৌঁছলে গ্রেফতার করা হয় বিজেপির রাজ্য পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়কে। এরপরই পুলিসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। তাঁর নেতৃত্বেই মিছিল হওয়ার কথা ছিল তারাতলায়। মাঝেরহাট ব্রিজ খোলার দাবিতে প্রতিবাদ মিছিল করার ঘোষিত কর্মসূচি ছিল বিজেপির। তার আগেই পুলিস তাদের মিছিল আটকে দেয়। পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে তখনই ঘটনাস্থলে পৌঁছন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। মিছিলে সামিল হওয়ার আগেই পুলিস তাঁকে গ্রেফতার করে।এই নিয়ে প্রবল উত্তেজনা তৈরি হয়। দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পুলিসকে লক্ষ্য করে ইট বৃষ্টির অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। পাল্টা লাঠিচার্জ করে পুলিসও। এই নিয়ে তুমুল উত্তেজনা তৈরি হয় তারা তলায়। বেশ কিছু বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে। পুলিসের লাঠির ঘায়ে আহত হয়েছেন বেশ কয়েকজন বিজেপি কর্মীও। এপ্রসঙ্গে নানাজন নানা অভিযোগ করেছেন। কুণাল ঘোষ অভিযোগ করেছেন মাঝেরহাট ব্রিজ তৈরি শেষ হয়ে গিয়েছে।
আরও পড়ুন…আম্ফানের পর আছড়ে পড়ল ঘূর্ণিঝড় নিভার
দ্রুত সেটা খোলা হবে। তা জানার পরেও বিজেপি ইচ্ছে করে এই ঘটনা ঘটিয়েছে