আগামীকাল ১২ ঘণ্টার বন্‌ধ ডাকল বিজেপি, কালিয়াগঞ্জ কাণ্ডের প্রতিবাদে

আগামীকাল ১২ ঘণ্টার বন্‌ধ ডাকল বিজেপি, কালিয়াগঞ্জ কাণ্ডের প্রতিবাদে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

আগামীকাল ১২ ঘণ্টার বন্‌ধ ডাকল বিজেপি, কালিয়াগঞ্জ কাণ্ডের প্রতিবাদে, কালিয়াগঞ্জের ঘটনা নিয়ে বৃহত্তর রাজনীতির পথেই বিজেপি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের মধ্যেই বন্‌ধ ডাকল তারা। কালিয়াগঞ্জ কাণ্ডের প্রতিবাদে শুক্রবার ১২ ঘণ্টার উত্তরবঙ্গ বন্‌ধের ডাক দিয়েছে গেরুয়া শিবির। রায়গঞ্জের দার্জিলিং মোড়ে বিজেপির যে ধর্না মঞ্চ চলছে সেখান থেকেই বন্‌‌ধের সিদ্ধান্তের কথা জানান স্থানীয় সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। তিনি আনন্দবাজার অনলাইনকে বলেন, ‘‘একের পর এক ঘটনায় রাজ্য সরকার তথা তৃণমূল যে অত্যাচার চালিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে ফুঁসছে উত্তরবঙ্গের মানুষ। সাধারণ মানুষের সেই ক্ষোভকে সম্মান জানিয়েই এই বন্‌ধের সিদ্ধান্ত।’’

 

 

 

 

‘জনসংযোগ যাত্রা’ কর্মসূচিতে শুক্রবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে সভা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের। ওই দিনই উত্তরবঙ্গ বন্‌ধের ডাক দিল বিজেপি। এ নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘‘বিজেপি সস্তার রাজনীতি করছে। আসলে অভিষেক রাস্তায় নামতেই ওরা ভয় পেয়ে গিয়েছে। সে কারণেই নানা রকম কিছু করছে। এ বার বন্‌‌ধ ডাকা হল।’’

 

 

 

 

বুধবার রাতেই টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করেন সুকান্ত। যার সত্যতা যাচাই করেনি সাইন টিভি ২৪X7। সেই ভিডিয়োর সঙ্গে সুকান্ত লেখেন, ‘‘কালিয়াগঞ্জে সাধারণ মানুষের উপর গুলি চালিয়েছে পুলিশ।’’ একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপও দাবি করেন তিনি।

 

 

 

আরও পড়ুন –  ‘এটা তোমার গানের জগত্‍ নয়’ – মুখ্যমন্ত্রীর রোষের মুখে বাবুল সুপ্রিয় সহ…

 

 

 

কালিয়াগঞ্জের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদগাঁয় বিজেপি কর্মী মৃত্যুঞ্জয় বর্মণের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার সকাল থেকেই সরব বিজেপি। পুলিশের গুলিতে তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তোলে গেরুয়া শিবির। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “এই সরকার পিছিয়ে পড়া জাতি, আদিবাসী, দলিত-বিরোধী সরকার। বুধবার মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করার পর থেকেই পুলিশ এই আচরণ শুরু করেছে। তদন্ত করতে যাওয়ার নামে বা তল্লাশি করতে গিয়ে সামান্য প্রশ্ন করতেই পুলিশ গুলি চালিয়েছে।” ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে শুক্রবার রাজ্য জুড়ে বিজেপির এসসি-এসটি মোর্চার পক্ষ থেকে প্রতিবাদ ও আন্দোলনের কথা আগেই জানিয়েছিলেন সুকান্ত। এ বার বন্‌ধ ডাকার ঘোষণা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top