দণ্ডি-কাণ্ডে আদিবাসী আইনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রাজ্যপাল, দাবি বিজেপির ,দণ্ডি-কাণ্ডে এবার তৎপর রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে দাবি বিজেপির। তিন মহিলাকে প্রকাশ্যে রাস্তায় দণ্ডি কাটিয়ে শাস্তি দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। দক্ষিণ দিনাজপুরের এই ঘটনার কথা জানাতে রাজ্যপালের সঙ্গে দেখা করেছিল বিজেপির একটি প্রতিনিধি দল। বিজেপির দাবি, তাদের দেওয়া স্মারকলিপির জবাবে চিঠি দিয়েছেন রাজ্যপাল। আদিবাসী সুরক্ষা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বলেই দাবি বিজেপি বিধায়কদের। মনোজ টিগ্গা, বিশাল লামা-সহ ৮ জন বিজেপি বিধায়ক এই স্মারকলিপি জমা দিয়েছিলেন। কালচিনির বিজেপি বিধায়ক বিশাল লামা জানিয়েছেন, রাজ্যপাল ইতিমধ্যেই প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া মনোজ টিগ্গাকে চিঠি পাঠিয়েছেন। সেখানে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
তবে এই ইস্যুতে পিছিয়ে নেই শাসক দলও। ইতিমধ্যেই বালুরঘাটে গিয়ে ওই তিন মহিলার সঙ্গে দেখা করে এসেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁদের সঙ্গে বসে চা খেতেও দেখা গিয়েছে তাঁকে। দলগতভাবে ও প্রশাসনিক স্তরে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছিলেন তিনি। ওইদিনই বালুরঘাট পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সলির তথা ভাইস চেয়ারপার্সন পদ থেকে বরখাস্ত করা হয় প্রদীপ্তা চক্রবর্তীকে।
আরও পড়ুন – কালীঘাট পর্যন্ত মিছিলে অনুমতি চেয়ে হাই কোর্টের দ্বারস্থ গ্ৰুপ ডি চাকরিপ্রার্থীরা
গত এপ্রিল মাসে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন বালুরঘাটের তিন মহিলা। এরপরই তাঁদের প্রকাশ্য রাস্তায় দণ্ডি কাটানো হয়েছিল বলে অভিযোগ ওঠে। পরে ওই তিন মহিলা তৃণমূলে যোগ দেন। এই ঘটনার পর বিতর্ক চরমে ওঠে রাজ্য রাজনীতিতে। সরব হয় বিজেপি। বিরোধী শিবির দাবি করে, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার শাস্তি হিসেবেই দণ্ডি কাটানো হয়েছিল। তৃণমূল নেত্রী প্রদীপ্তা চক্রবর্তীর বিরুদ্ধেই অভিযোগ ওঠে। ভিডিয়ো প্রকাশ্যে আসতেই রাজনৈতিক শোরগোল পড়ে যায়। নড়েচড়ে বসে শাসক শিবিরও। এবার সেই ঘটনায় তৎপর রাজ্যপাল।