Deprecated: version_compare(): Passing null to parameter #2 ($version2) of type string is deprecated in /home/u517603494/domains/shinetv.in/public_html/wp-content/plugins/elementor/core/experiments/manager.php on line 170
বিজেপির গঙ্গা আরতিকে কেন্দ্র করে রণক্ষেত্র বাবুঘাট

বিজেপির গঙ্গা আরতিকে কেন্দ্র করে রণক্ষেত্র বাবুঘাট

বিজেপির গঙ্গা আরতিকে কেন্দ্র করে রণক্ষেত্র বাবুঘাট

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বিজেপির গঙ্গা আরতিকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল বাবুঘাট, গ্রেফতার সজল ঘোষ,কেন্দ্রীয় বাহিনীর সামনেই বিজেপি নেতা সজল ঘোষকে টেনে হিঁচড়ে লালবাজারে নিয়ে যায় পুলিশ।মক্কর সংক্রান্তি উপলক্ষে বাবুঘাটে গঙ্গা আরতির কর্মসূচি নিয়েছিল বঙ্গ বিজেপি , তবে সেই অনুমতি দেয় নি কলকাতা পুলিশ , এই কর্মসূচি উপলক্ষে বাবুঘাটে একটি মঞ্চ তৈরি করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে, সেই মঞ্চ পরিদর্শণে যান বিজেপি নেতা সজল ঘোষ ,তখনি তার সঙ্গে পুলিশের বচসা বাধে , বিজেপির গঙ্গা আরতি নিয়ে রণক্ষেত্রের চেহারা নেয় বাবুঘাট ৷ পুলিশের অনুমতি না মেলায় বিজেপি নেতাদের সঙ্গে বচসা বাঁধে পুলিশের ৷ গ্রেফতার করা হয় সজল ঘোষকে ৷

 

আরোও পড়ুন –  মুখ্যমন্ত্রীর নজরে এবার প্রবীণরা,নতুন সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর

গঙ্গা আরতি নিয়ে পুলিশ বিজেপি সংঘাত। বিজেপির গঙ্গা আরতির কর্মসূচিতে অনুমতি দেয়নি পুলিশ। এদিকে নিজের অবস্থানে অনড় গেরুয়া শিবির। বঙ্গ বিজেপির তরফে মঙ্গলবার বাজা কদমতলা ঘাটে গঙ্গা আরতির আয়োজন করা হয়েছে। সেইখানেই পুলিশ ও গেরুয়া কর্মীদের মধ্যে ধস্তাধস্তি বেধে যায়। বিজেপি নেতা সজল ঘোষকে টেনে হিঁচড়ে নিয়ে গাড়িতে তোলে পুলিশ। গ্রেফতার করা হয় তাঁকে। পাশাপাশি তাঁর সঙ্গে থাকা গোপাল সরকারকেও গ্রেফতার করা হয়েছে । ইতিমধ্যে তাঁদেরকে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশের বক্তব্য, এই কর্মসূচির কোনও অনুমোদন ছিল না সেই কারণেই গ্রেফতার করা হয়েছে সজল ঘোষ, গোপাল সরকারদের। গোটা বাবুবাঘট চত্বরে ধুন্ধুমার পরিস্থিতি। বিজেপি কর্মীদের সঙ্গে এক প্রকার ধস্তাধস্তি শুরু হয় পুলিশের। ঘটনাস্থল থেকে টেনে সরানো হয় বিজেপি কর্মীদের। ইতিমধ্যেই মঞ্চ খুলে ফেলা হয়েছে। খুলে ফেলা হয়েছে গেরুয়া পতাকাও। যদিও, সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি কোনও পুলিশ আধিকারিক।

 

মঙ্গলবার সকাল থেকেই বঙ্গ বিজেপির তরফে বহু কর্মী-সমর্থক বাবুঘাটে ভিড় জমাতে শুরু করেন। পাশাপাশি গঙ্গাসাগর মেলার জন্যও বহু পুণ্যার্থীও ভিড় জমান। এ দিকে, কলকাতায় চলছে জি ২০ বৈঠকও।এইসব কারণের উল্লেখ করে বিজেপির কর্মসূচিতে অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। পুলিশের তরফে আবেদন করা হয়েছে, গঙ্গাসাগর মেলা শেষ হওয়ার পর যেন নতুন করে এই কর্মসূচির জন্য আবেদন করা হয়। তবে বিজেপির তরফে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে, আজ গঙ্গা আরতি হবে।বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজ করছে। আমি যাব সেখানে। এবং গঙ্গা আরতি করব।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top