লক্ষ্মীর ভাণ্ডারে ৫০০ থেকে ২০০০! পঞ্চায়েতের মুখে আশ্বাস বিধায়কের

লক্ষ্মীর ভাণ্ডারে ৫০০ থেকে ২০০০! পঞ্চায়েতের মুখে আশ্বাস বিধায়কের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

লক্ষ্মীর ভাণ্ডারে ৫০০ থেকে ২০০০! পঞ্চায়েতের মুখে আশ্বাস বিধায়কের। পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের প্রচার বার্তায় শীর্ষে রয়েছে বাংলার নারী ক্ষমতায়ন কেন্দ্রিক অন্যতম প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। এমনকি প্রচারে এও শোনা যাচ্ছে, তৃণমূলকে নির্বাচনে প্রতিষ্ঠিত না করলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পও অধুরা হয়ে যাবে রাজ্য থেকে। পালাবদল হলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ তো দূরের কথা, কয়েকগুণ বাড়বে বলে এবার ঘোষণা করলেন বিজেপি বিধায়ক।

 

 

 

 

 

আলিপুরদুয়ার জেলায় মাদারিহাটের পশ্চিম খয়েরবাড়িতে এক নির্বাচনী জনসভায় এই আশ্বাস দেন বিজেপি বিধায়ক দীপক বর্মন। তৃণমূল গেলে লক্ষ্মীর ভাণ্ডারও হাতছাড়া এই আশঙ্কা উড়িয়ে মহিলাদের জন্য ভাতার পরিমাণ আরও বাড়বে বলে আশ্বাস বাণী শোনা যায় তাঁর মুখে।

 

 

 

 

 

প্রসঙ্গত, গত নভেম্বর মাসে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেও বলতে শোনা যায়, বিজেপির ক্ষমতায়নের পর লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ চারগুণ করার ব্যাপারে। যে মহিলারা বর্তমানে ৫০০ টাকা পাচ্ছেন, তাঁরা ২০০০ টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার পাবেন বলে জানান তিনি। দুদিন আগেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে প্রতিশ্রুতির ফুলঝুড়ি শোনা যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখেও। তৃণমূল কংগ্রেসের মহিলা ভোট ব্যাঙ্কে ফাটল ধরাতে তাঁকেও লক্ষ্মীর ভাণ্ডার অর্থ বিজেপি সরকার গড়লে বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিতে শোনা যায়। রাজনৈতিক মহলের ধারণা, রাজ্য সরকারের এই প্রকল্পের ব্যাপারে বিজেপির একাধিক শীর্ষ নেতা দীর্ঘদিন সমালোচনা করলেও ভোটের মুখে চমক দিতে ছাড়ছেন না কেউই। মাদারিহাটের সভা থেকে একাধিক কেন্দ্রীয় প্রকল্প বন্ধ থাকার বিষয়েও জবাব দেন বিজেপি বিধায়ক। রাজ্য সরকার প্রকল্পের আর্থিক হিসাব দিতে না পারার কারণে অর্থ বরাদ্দ বন্ধ হয়েছে বলে অভিযোগ তাঁর।

 

 

 

 

আরও পড়ুন – ভোটে প্রতিবন্ধীদের পোলিং অফিসার করা যাবে না, নির্বাচন কমিশনকে স্পষ্ট নির্দেশ হাই…

 

 

 

সম্প্রতি, উত্তর দিনাজপুর জেলার করণদিঘির তৃণমূল বিধায়ক গৌতম পালের একটি বক্তব্য সামাজিক মধ্যে ভাইরাল হয়। সেখানে তাঁকে বলতে শোনা যায়, নির্বাচনে তৃণমূল হারলে, জনসাধারণকে লক্ষ্মীর ভাণ্ডারের অর্থও হারাতে হতে পারে। এর আগে তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়কেও একই রকম বার্তা দিতে শোনা গিয়েছিল একটি প্রচার কর্মসূচি থেকে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top