মিলল না জামিন ,১৪ দিনের জেল হেফাজত জিতেন্দ্র তিওয়ারির , জেলেই ঠাঁই হল বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tewari)। মঙ্গলবার জিতেন্দ্র তিওয়ারিকে ১৪ দিনের জেল হেফাজত দিল আসানসোল সিজেএম আদালত (Asansol Court)। যদিও সরকারি আইনজীবী জিতেন্দ্রকে (Jitendra Tewari) ৫ দিনের পুলিশি হেফাজত দেওয়ার আবেদন জানিয়েছিলেন। অন্যদিকে, মক্কেলের জামিনের আবেদন করেন জিতেন্দ্রর আইনজীবী। তারপর প্রায় পৌনে দু-ঘণ্টার শুনানিতে তীব্র বাদানুবাদ, টানটান উত্তেজনা শেষে জিতেন্দ্রকে জেল হেফাজতে পাঠালেন বিচারক। জিতেন্দ্র তিওয়ারিকে (Jitendra Tewari) ১৪ দিনের জেল হেফাজত দিল আসানসোল সিজেএম আদালত। কম্বল বিতরণ অনুষ্ঠানে যে বিদ্যুতের বিল দেখানো হয়েছে তা ভুয়ো (Fake) l
আরও পড়ুন – এই পারে অভিষেক, ওই পারে ডিএ ক্ষুব্ধরা, মাঝে পাঁচিল তুলছে পুলিশ, পাঁচিল…
আদালত সূত্রে জানা গিয়েছে, এদিন আসানসোল সিজেএম আদালতে জিতেন্দ্রর (Jitendra Tewari) কম্বল বিতরণ নিয়ে মামলার শুনানির শুরুতেই সরকারি আইনজীবী জিতেন্দ্রকে (Jitendra Tewari)৫ দিনের পুলিশি হেফাজত দেওয়ার আবেদন জানান। এই দাবির স্বপক্ষে তিনি বলেন, কম্বল বিতরণ অনুষ্ঠানে যে বিদ্যুতের বিল দেখানো হয়েছে তা ভুয়ো, ওই দিন যে ডেকরেটর কাজ করেছিলেন তাঁর লাইসেন্স নেই, ৩ হাজার কম্বল কিনে ৬ হাজার কুপন বিলি করা হয়েছিল। তদন্তে নেমে এরকমই নানা তথ্য পেয়েছে পুলিশ। তাই ঘটনার অন্তর্নিহিত কারণ জানতে পুলিশি হেফাজত নেওয়া যেতে পারে। হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে তদন্ত বিনা বাধায় অগ্রসর হবে। তাই তদন্তের স্বার্থেই জিতেন্দ্র (Jitendra Tewari) কে আবার পুলিশি হেফাজতে নেওয়ার প্রয়োজন রয়েছে বলে দাবি জানান সরকারি কৌঁসুলী । যদিও সরকারি আইনজীবীর যুক্তির পাল্টা বিরোধিতা করে জিতেন্দ্র (Jitendra Tewari) জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী। যদিও সরকারি আইনজীবী জিতেন্দ্রকে (Jitendra Tewari) ৫ দিনের পুলিশি হেফাজত দেওয়ার আবেদন জানিয়েছিলেন। অন্যদিকে, মক্কেলের জামিনের আবেদন করেন জিতেন্দ্রর আইনজীবী। তারপর প্রায় পৌনে দু-ঘণ্টার শুনানিতে তীব্র বাদানুবাদ, টানটান উত্তেজনা শেষে জিতেন্দ্রকে (Jitendra Tewari)জেল হেফাজতে পাঠালেন বিচারক।
(সব খবর , ঠিক খবর , প্রত্যেক মুহূর্তে ফলো করুন Facebook পেজ এবং Youtube )